IPL 2023

’৯৬-এর লর্ডস টেস্টের কথা মনে পড়ছিল সৌরভের! কলকাতার বিরুদ্ধে কী এমন করলেন ওয়ার্নাররা?

কলকাতাকে হারিয়েও খুশি নন সৌরভ। ওয়ার্নারদের কাছে আরও ভাল পারফরম্যান্স চান তিনি। বোলারদের পারফরম্যান্সে খুশি হলেও ব্যাটারদের নিয়ে উদ্বেগ রয়েছে তাঁর।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৩ ১১:২৫
picture of Sourav Ganguly

কলকাতার বিরুদ্ধে আইপিএলের প্রথম জয় এলেও উদ্বেগ রয়েছে সৌরভের। ছবি: আইপিএল।

টানা পাঁচ ম্যাচে হারের পর আইপিএলে প্রথম জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। ষষ্ঠ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয় পেয়ে খুশি দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও ডেভিড ওয়ার্নারদের কাছ থেকে আরও বেশি কিছু চান কলকাতার বাসিন্দা।

ঘরের মাঠে ১২৮ রান তাড়া করতে গিয়েও এক সময় চাপে পড়ে গিয়েছিল দিল্লি। জয় এসেছে শেষ ওভারে। দলের ব্যাটিং দেখে একটা সময় চাপে পড়ে গিয়েছিলেন সৌরভ। ১৯৯৬ সালে অভিষেক টেস্টে প্রথম রান নেওয়ার আগে যেমন চাপ অনুভব করেছিলেন, কলকাতার বিরুদ্ধে ম্যাচের শেষ পর্যায়েও তেমনই চাপ অনুভব করেছিলেন বলে জানিয়েছেন সৌরভ। তিনি বলেছেন, ‘‘শেষ পর্যন্ত জয় আসায় ভাল লাগছে। ডাগ আউটে বসে ১৯৯৬ সালের প্রথম টেস্টের কথা মনে পড়ছিল। প্রথম টেস্ট রান নেওয়ার আগে যেমন চাপ ছিল, তেমনই চাপ মনে হচ্ছিল জয় আসার আগে। টানা হারের ধারাটা বন্ধ হওয়া দরকার ছিল। বলতে পারেন বৃহস্পতিবার আমরা ছিলাম ভাগ্যবান দল।’’

Advertisement

দলের বোলারদের পারফরম্যান্সে খুশি সৌরভ। তিনি বলেছেন, ‘‘গত ম্যাচগুলোর তুলনায় কলকাতার বিরুদ্ধে আমাদের বোলারদের পারফরম্যান্স ভাল হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে ব্যাটিং। আমাদের আরও পর্যালোচনা করতে হবে। খামতিগুলো খুঁজতে হবে। চেষ্টা করতে হবে আরও ভাল করার। আমাদের স্পিনাররা কিন্তু বেশ ভাল বোলিং করছে।’’

দলের অধিকাংশ ব্যাটারই ছন্দে নেই। যা দিল্লির ব্যর্থতার অন্যতম প্রধান কারণ। বিষয়টা অজানা নয় সৌরভের। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘‘জানি, আমরা ভাল খেলতে পারছি না। আরও ভাল ব্যাট করতে হবে। সবাই কঠোর পরিশ্রম করছি ছেলেদের ছন্দে ফেরানোর জন্য। পৃথ্বী শ, মণীশ পাণ্ডে, মিচেল মার্শ সকলেই দুর্দান্ত ব্যাটার। আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য ওরা।’’ সৌরভের আশা, দলের ঘাড়ে চেপে বসা চাপ হালকা হওয়ায় আইপিএলের পরের ম্যাচগুলিতে দিল্লিকে ভাল ছন্দে দেখা যাবে।

আরও পড়ুন
Advertisement