IPL 2023

চিয়ারলিডারে শীর্ষে কেকেআর! আইপিএলে কত টাকা বেতন পান ১০ দলের লাস্যময়ীরা?

এ বারের আইপিএলে আবার দেখা যাচ্ছে চিয়ারলিডারদের। ১০ দলের চিয়ারলিডাররা কত টাকা করে বেতন পান? কোন দল কত টাকা খরচ করে তাদের পিছনে?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ১৯:০০
Picture of KKR cheerleaders

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের চিয়ারলিডাররা। পঞ্জাবের বিরুদ্ধে মাঠে ছিলেন তাঁরা। ছবি: আইপিএল

এ বারের আইপিএলে আবার মাঠে ফিরেছে চিয়ারলিডার। প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে, মাঠের ধারে দাঁড়িয়ে নিজেদের দলকে সমর্থন করছেন তাঁরা। রঙিন জামাকাপড় পরে হাতে পমপম নিয়ে দলের ব্যাটারদের প্রত্যেক চার-ছক্কা কিংবা বোলারদের উইকেটে নাচতে দেখা যায় তাঁদের।

আইপিএলে কত টাকা করে বেতন পান চিয়ারলিডাররা? কোন দলই বা সব থেকে বেশি টাকা দেয় তাঁদের?

Advertisement

আইপিএলে চিয়ারলিডাররা ম্যাচ পিছু টাকা পেয়ে থাকেন। এ ছাড়া দল জিতলে আলাদা করে বোনাস পান তাঁরা। দেখে নেওয়া যাক কোন দল কত টাকা দেয়।

কলকাতা নাইট রাইডার্স: আইপিএলে চিয়ারলিডারদের সব থেকে বেশি টাকা দেয় কলকাতা নাইট রাইডার্স। প্রতি ম্যাচের জন্য ২৫ হাজার টাকা করে পান তাঁরা।

মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মাদের দলে চিয়ারলিডাররা প্রতি ম্যাচের জন্য ২০ হাজার টাকা করে পান।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলিদের দলের চিয়ারলিডাররাও মুম্বইয়ের মতোই ২০ হাজার টাকা করে ম্যাচ পিছু পান।

রাজস্থান রয়্যালস: দলের প্রতিটি ম্যাচের জন্য রাজস্থানের চিয়ারলিডাররা ১৫ হাজার টাকা করে পান।

লখনউ সুপার জায়ান্টস: আইপিএলে মাত্র দ্বিতীয় মরসুমে খেলছে লখনউ। এই দলের চিয়ারলিডাররাও ম্যাচ পিছু ১৫ হাজার টাকা করে পান।

পঞ্জাব কিংস: এই দলের চিয়ারলিডাররা প্রতি ম্যাচের জন্য ১২ হাজার টাকা করে পান।

চেন্নাই সুপার কিংস: প্রতি ম্যাচের জন্য মহেন্দ্র সিংহ ধোনিদের দলের চিয়ারলিডারদের বেতন ১২ হাজার টাকা।

দিল্লি ক্যাপিটালস: পঞ্জাব, চেন্নাইয়ের মতো দিল্লিও তাদের চিয়ারলিডারদের ম্যাচ পিছু ১২ হাজার টাকা করে দেয়।

সানরাইজার্স হায়দরাবাদ: দক্ষিণের এই দলের চিয়ারলিডাররাও প্রতি ম্যাচের জন্য ১২ হাজার টাকা করে পান।

গুজরাত টাইটান্স: গত বারের চ্যাম্পিয়ন। হার্দিক পাণ্ড্যদের দলের চিয়ারলিডাররা প্রতি ম্যাচের জন্য ১২ হাজার টাকা করে পান।

Advertisement
আরও পড়ুন