IPL 2023

আইপিএলের আগে ‘বিশ্রাম’ নিয়ে প্রশ্ন শুনে অস্বস্তিতে রোহিত, কী করলেন মুম্বই অধিনায়ক?

আইপিএলের আগে ভারতীয় ক্রিকেটে আবার উঠে গেল বিশ্রাম নিয়ে বিতর্ক। প্রশ্ন শুনে অস্বস্তিতে পড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। কী জবাব দিলেন তিনি?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৩ ১৪:২৫
Picture of Rohit Sharma

কয়েক দিন পরেই আইপিএলে খেলতে নামছেন রোহিত শর্মারা। তার আগে আবার শিরোনামে বিশ্রাম-বিতর্ক। —ফাইল চিত্র

আইপিএলের আগে আবার উঠছে বিশ্রাম-বিতর্ক। আইপিএলের পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হবে ভারতকে। বছরের শেষে রয়েছে এক দিনের বিশ্বকাপ। সেই দু’টি প্রতিযোগিতায় যাতে ভারতীয় ক্রিকেটারদের সম্পূর্ণ সুস্থ অবস্থায় পাওয়া যায়, তার জন্য আইপিএলে কয়েকটি ম্যাচে কি বিশ্রাম নেবেন ভারতীয় ক্রিকেটাররা? এই প্রশ্ন উঠতেই অস্বস্তিতে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তিনি নিজে কোনও জবাব দিলেন না। এগিয়ে দিলেন দলের প্রধান কোচ মার্ক বাউচারকে।

মুম্বই ইন্ডিয়ান্সের সাংবাদিক বৈঠকে রোহিতকে প্রশ্ন করা হয়, তিনি কি কয়েকটি ম্যাচে বিশ্রাম নেবেন? এই প্রশ্ন শুনে কী জবাব দেবেন বুঝতে পারেননি অধিনায়ক। হতভম্ব হয়ে যান তিনি। দেখে বোঝা যাচ্ছিল, অস্বস্তি হচ্ছে। কিছু ক্ষণ পরে রোহিত পাশে বসে থাকা কোচের দিকে তাকিয়ে বলেন, ‘‘আমার মনে হয় বাউচার এই প্রশ্নের জবাব দিতে পারবে।’’

Advertisement

বাউচার আবার পাল্টা রোহিতকে প্রশ্ন করেন, ‘‘তুমি কি বিশ্রাম নিতে চাও?’’ রোহিত তার কোনও জবাব দেননি। তার পরে সাংবাদিকদের দিকে তাকিয়ে বাউচার বলেন, ‘‘রোহিত দলের অধিনায়ক। আশা করছি আইপিএলে ও ভাল ছন্দে থাকবে। ও নিজেই বিশ্রাম নিতে চাইছে না। অধিনায়কের পাশাপাশি ব্যাটার রোহিতের কাছ থেকেও আমরা সেরাটা চাইছি। যদি তার জন্য রোহিতকে বিশ্রাম দিতে হয় তা হলে দেব। তাতে কোনও সমস্যা নেই।’’

আইপিএল শুরু হওয়ার আগে সতীর্থদের অবশ্য বিশ্রাম নিয়ে পরামর্শ দিয়েছিলেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ় শেষ হওয়ার পরে ভারত অধিনায়ক বলেছিলেন, ‘‘আমি সবাইকে বলব নিজেদের শরীরের দিকে নজর দিতে। কারণ, সামনে অনেক খেলা আছে। তবে এ বারের আইপিএলে প্রতিটা ম্যাচের আগে কয়েক দিন করে পাওয়া যাবে। তাই বিশ্রামের পর্যাপ্ত সুযোগ রয়েছে। আমার মনে হয় না, শরীরের উপর খুব বেশি প্রভাব পড়বে।’’

Advertisement
আরও পড়ুন