Virat Kohli

প্লে-অফের স্বপ্নে বিভোর বেঙ্গালুরু, দিল্লিকে হারিয়ে সাজঘরে কী করলেন কোহলিরা

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএলে টিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে-অফ স্বপ্ন। টানা ছ’টি ম্যাচে জিতেছে বেঙ্গালুরু। ম্যাচের পর সাজঘরে উল্লাসে মাতলেন বিরাট কোহলিরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ১৮:০২
cricket

ম্যাচের পর কোহলিদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএলে বেঁচে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্ন। রবিবার দিল্লিকে হারিয়ে টানা ছ’টি ম্যাচে জিতেছে বেঙ্গালুরু। ম্যাচের পর সাজঘরে উল্লাসে মাতলেন বিরাট কোহলিরা।

Advertisement

আইপিএলের শুরুর দিকে একের পর এক ম্যাচে হারলেও পরের দিকে টানা ছ’টি ম্যাচে জয় কোহলিদের প্লে-অফের লড়াইয়ে নিয়ে এসেছে। সমর্থকেরা প্রশ্ন করছেন, আগে এই ফর্ম কোথায় ছিল? সেই প্রশ্নের উত্তর নেই। তবে মুহূর্তটা উপভোগ করতে ছাড়ছেন না ক্রিকেটারেরা।

ম্যাচের পর সাজঘরে জড়ো হয়েছিলেন সকল ক্রিকেটার। সেখানেই দলের এক সাপোর্ট স্টাফ দিল্লি ম্যাচে ভাল খেলা ক্রিকেটারদের এক এক করে ডেকে নেন। স্বপ্নিল সিংহ, রজত পাটীদার, ক্যামেরন গ্রিন, লকি ফার্গুসনেরা এক এক করে আসেন।

শেষের দিকে সকল ক্রিকেটার মিলে একটি গান গেয়েছেন। গানের শুরুটা ছিল এ রকম, ‘প্যান্টস আর রেড, শার্ট ইজ়‌ ব্লু’। অর্থাৎ আরসিবি-র জার্সির রংয়ের সঙ্গে তাল মিলিয়ে এই গান তৈরি করা হয়েছে। যে ভাবে সকল ক্রিকেটার একসঙ্গে মিলে এই গানে অংশ নিয়েছেন, তাতে দলের অন্দরে ইচ্ছাশক্তির কোনও অভাব নেই বলে মনে করছেন সমর্থকেরা।

ম্যাচের পর আরসিবি-র কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেছেন, “ফাফ এবং বিরাট সামনে থেকে গোটা দলকে নেতৃত্ব দিয়েছে। বাকিরা যে ভাবে এগিয়ে এসেছে তা অসাধারণ। পাওয়ার প্লে-তে খুব ভাল বল করেছি আমরা। সিরাজ এবং যশ দয়াল দলকে নেতৃত্ব দিয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement