IPL 2023

মুম্বইকে হারিয়ে আত্মবিশ্বাসী ধোনিরা, চেন্নাইকে হারানোর কৌশল মাহির থেকেই জেনে নিলেন সঞ্জু

শক্তির বিচারে দু’দলই প্রায় সমান। ব্যাটিং সহায়ক উইকেটে বড় রানের লড়াই হতে পারে দু’দলের মধ্যে। ধোনিরা মুম্বইকে হারিয়ে আত্মবিশ্বাসী। ভাল ছন্দে রয়েছে গত বারের রানার্স রাজস্থানও।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ০৯:১২
picture of CSK

বুধবার ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে লড়াই ধোনিদের। ছবি: আইপিএল।

আইপিএলের লড়াইয়ে বুধবার মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। লড়াই মহেন্দ্র সিংহ ধোনিদের ঘরের মাঠে। মুম্বইয়ে গিয়ে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে এসে আত্মবিশ্বাসী চেন্নাই। গত বারের রানার্স রাজস্থান এ বারও ভাল ছন্দে রয়েছে।

বুধবার দু’দলই প্রতিযোগিতার চতুর্থ ম্যাচ খেলতে নামবে। এখনও পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলে চেন্নাই এবং রাজস্থান উভয় দলই জিতেছে দু’টি করে ম্যাচ। নেট রান রেটের হিসাবে সঞ্জু স্যামসনের দল রয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। এই জায়গা ধরে রাখতে হলে বুধবার চেন্নাইয়ের বিরুদ্ধে তাদের জিততেই হবে। অন্য দিকে নেট রান রেটে হিসাবে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থাকা চেন্নাই শিবিরও রাজস্থানের বিরুদ্ধে জয়ের ছন্দ ধরে রাখতে চায়।

Advertisement

খাতাকলমের বিচারে দু’দলের শক্তিই প্রায় সমান। চেন্নাইয়ে ধোনি ছাড়াও রবীন্দ্র জাডেজা, বেন স্টোকস, মঈন আলি, অজিঙ্ক রাহানে। রুতুরাজ গায়কোয়াড়, মিচেল সান্টনারের মতো ক্রিকেটাররা রয়েছে। তেমন রাজস্থান শিবিরে রয়েছেন জস বাটলার, শিমরন হেটমায়ের, যশস্বী জয়সওয়াল, জো রুট, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চহালের মতো ক্রিকেটার রয়েছেন। তাই বুধবার আইপিএলের আরও একটি রুদ্ধশ্বাস লড়াইয়ের আশা করা যেতেই পারে। ব্যাটে-বলে ভাল লড়াই দেখার সুযোগ পেতে পারেন ক্রিকেটপ্রেমীরা। এমএ চিদম্বরম স্টেডিয়ামের ২২ গজ ব্যাটিং সহায়ক। তাই বড় রানের ম্যাচ দেখার সুযোগ রয়েছে।

বুধবার ধোনিরা ঘরের মাঠে মুখোমুখি সঞ্জুদের

বুধবার ধোনিরা ঘরের মাঠে মুখোমুখি সঞ্জুদের গ্রাফিক: শৌভিক দেবনাথ

আত্মবিশ্বাসের অভাব নেই কোনও দলেই। মঙ্গলবার চেন্নাই অধিনায়ক ধোনির কাছে গিয়ে পরামর্শ নিয়ে এসেছেন রাজস্থানের নেতা সঞ্জু। ম্যাচের আগের দিন প্রতিপক্ষ অধিনায়ককে পরামর্শ দিতে দু’বার ভাবেননি আত্মবিশ্বাসী ধোনি। অন্য দিকে ধোনির পরামর্শ নিয়েই চেন্নাইকে হারাতে চান সঞ্জু।

Advertisement
আরও পড়ুন