Punjab Kings vs Delhi Capitals

দুই ঘরের ছেলের দৌলতে প্লে-অফের দৌড়ে টিকে থাকল পঞ্জাব, বিদায় সৌরভের দিল্লির

ঘরের মাঠে পঞ্জাব কিংসের কাছে হেরে এ বারের আইপিএল থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় হয়ে গেল দিল্লি ক্যাপিটালসের। প্রভসিমরন সিংহের শতরানের দৌলতে পঞ্জাব ৩১ রানে হারিয়ে দিল দিল্লিকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৩ ২৩:১০
dc vs pbks

প্রভসিমরনের শতরান জিতিয়ে দিল পঞ্জাবকে। দিল্লির বিরুদ্ধে জয়ে অবদান রয়েছে হরপ্রীত ব্রারেরও। ছবি: আইপিএল

ঘরের মাঠে পঞ্জাব কিংসের কাছে হেরে এ বারের আইপিএল থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় হয়ে গেল দিল্লি ক্যাপিটালসের। প্রভসিমরন সিংহের শতরানের দৌলতে পঞ্জাব ৩১ রানে হারিয়ে দিল দিল্লিকে। একই সঙ্গে নিজেদের প্লে-অফে ওঠার আশা জিইয়ে রাখল। ১২ ম্যাচে ১২ পয়েন্ট হল পঞ্জাবের। অন্য দিকে, সমসংখ্যক ম্যাচে আট পয়েন্ট নিয়ে বিদায় নিল দিল্লি।

শুধু প্রভসিমরন নয়, দিল্লির বিরুদ্ধে জয়ে অবদান রয়েছে হরপ্রীত ব্রারেরও। বল হাতে চার ওভারে ৩০ রানে চারটি উইকেট নিয়েছেন তিনি। অন্য দিকে, ব্যাট হাতে শতরান রয়েছে প্রভসিমরনের। দুই ঘরের ছেলের দাপটে জিতল পঞ্জাব। দিল্লি ডুবল সেই ঘরের ছেলেদের ব্যর্থতার জন্যেই। প্রথমে ব্যাট করে ১৬৭-৭ তোলে পঞ্জাব। দিল্লি থামল ১৩৬-৮ স্কোরে।

Advertisement

আইপিএলে শনিবার আরও একটি শতরান দেখতে পাওয়া গেল। ৬৫ বলে ১০৩ রানের ইনিংস খেললেন প্রভসিমরন। তা সত্ত্বেও পঞ্জাবের রান ১৬৭-র বেশি উঠল না। সেটা মূলত বাকি ব্যাটারদের চরম ব্যর্থতার কারণেই। এ দিন পঞ্জাবের ইনিংস আক্ষরিক অর্থের ‘ওয়ান ম্যান শো’। প্রভসিমরনের শতরানের পর দ্বিতীয় সর্বোচ্চ রান ২০! সেই রান করেন স্যাম কারেন। এ ছাড়া পঞ্জাবের বাকি আর কোনও ব্যাটার ভাল খেলতে পারেননি।

দিল্লির বোলারদের সামনে শুরু থেকেই নড়বড় করছিল পঞ্জাবের ব্যাটিং। অধিনায়ক শিখর ধাওয়ান ফেরেন দ্বিতীয় ওভারেই। ৫ বলে ৭ রান করে আউট হন ইশান্ত শর্মার বলে। লিয়াম লিভিংস্টোনকেও আউট করেন ইশান্ত। এগিয়ে গিয়ে মারতে গিয়েছিলেন লিভিংস্টোন। অফস্টাম্প উড়ে যায়।

পঞ্জাবের হয়ে এ মরসুমে ভাল খেলা জিতেশ শর্মাও ৫ রানের বেশি করতে পারেননি। প্রভসিমরনের সঙ্গে কিছুটা জুটি গড়ার চেষ্টা করেছিলেন কারেন। কিন্তু বেশি দূর যায়নি সেই জুটি। কারেনের ইনিংস ছিল খুবই ধীরগতির।

ঘরের মাঠে এই রান তাড়া করা দিল্লির কাছে সহজ হবে বলেই মনে হয়েছিল। কিন্তু তাদের অবস্থা পঞ্জাবের থেকেও খারাপ। ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নার এবং ফিল সল্ট ৬৯ তুলে দেন মাত্র ৬.২ ওভারে। তার পরেই ব্যাটিং বিপর্যের মুখে পড়ে দিল্লি। ওয়ার্নার বাদে বাকি ব্যাটাররা এলেন আর গেলেন। বহু দিন পরে মারমুখী ইনিংস খেললেন ওয়ার্নার। ২৭ বলে ৫৪ রান করলেন। তিনি ফিরতেই দিল্লির আশা শেষ হয়ে যায়।

Advertisement
আরও পড়ুন