IPL 2023

আইপিএলে শাহিন আফ্রিদি! দু’হাত তুলে পাক বোলারকে ডেকে নিয়ে এলেন আরশদীপ

পাকিস্তানের বাঁহাতি পেসার আফ্রিদিকে দেখা যায় উইকেট নেওয়ার পর দু’হাতে উড়ন্ত চুমু দিতে। দু’হাত দু’পাশে পাখির মতো মেলে দেন তিনি। শনিবার একই রকম ভঙ্গিতে উৎসব করতে দেখা যায় আরশদীপকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ১৫:৫০
Shaheen Afridi

পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি।  —ফাইল চিত্র

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের সেরা আরশদীপ সিংহ। শনিবার তিনটি উইকেট নেন তিনি। কিন্তু উইকেট নেওয়ার পর তাঁর উৎসব করার ভঙ্গি নিয়ে চর্চা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে আরশদীপ নাকি পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিকে নকল করেছেন।

পাকিস্তানের বাঁহাতি পেসার আফ্রিদিকে দেখা যায় উইকেট নেওয়ার পর দু’হাতে ঠোঁট ছুঁইয়ে তা দু’দিকে ছড়িয়ে দিতে। দু’হাত দু’পাশে পাখির মতো মেলে দেন তিনি। শনিবার একই রকম ভঙ্গিতে উৎসব করতে দেখা যায় আরশদীপকে। তিনিও দু’হাতে ঠোঁট ছোঁয়ান এবং দু’পাশে হাত মেলে দেন। যা দেখে শাহিনের সমর্থকদের মনে হয়েছে আরশদীপ নকল করছেন পাকিস্তানের পেসারকে। যদিও আরশদীপের সমর্থকরা মনে করছেন শাহিন নন, ভারতের বাঁহাতি পেসারের অনুপ্রেরণা জাহির খান। ভারতের প্রাক্তন পেসারের উৎসব করার ভঙ্গি আরশদীপ নকল করেছেন বলে মনে করছেন অনেকে।

Advertisement

কলকাতার বিরুদ্ধে আরশদীপ ৩ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন। তাঁর দাপটে দ্বিতীয় ওভারেই ১৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কলকাতা। প্রথমে ব্যাটে করে ১৯১ রান তুলেছিল পঞ্জাব। বৃষ্টির জন্য কলকাতার লক্ষ্য ১৬ ওভারে ১৫৪ রান হয়ে যায়। কিন্তু কলকাতা থেমে যায় ১৪৬ রানে। মোহালিতে নাইটদের হারিয়েই শুরু করে পঞ্জাব। তাদের পরের ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে। ৫ এপ্রিল সেই ম্যাচ হবে গুয়াহাটিতে।

ভারতের হয়ে ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে ৪১টি উইকেট নিয়েছেন। ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেছেন তিনি। তিনটি এক দিনের ম্যাচ খেললেও কোনও উইকেট পাননি আরশদীপ। আইপিএলে যদিও তাঁর দাপট গত বার দেখা গিয়েছিল। এ বারের প্রথম ম্যাচেও সেই দাপট দেখল কলকাতা।

Advertisement
আরও পড়ুন