Lucknow Super Giants

Mohsin Khan: তিন বছর অপেক্ষার সুফল মহসিনের

এ বারের আইপিএলে একের পর এক ম্যাচে নজর কাড়ছেন বোলাররাই। বিশেষ করে পেসাররা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ মে ২০২২ ০৬:২৬
মহসিন খান।

মহসিন খান।

ব্যাটারদের ছাপিয়ে যাচ্ছেন বোলাররা!

এ বারের আইপিএলে একের পর এক ম্যাচে নজর কাড়ছেন বোলাররাই। বিশেষ করে পেসাররা। মুম্বই-পুণের লাল মাটির বাউন্সি উইকেটে উমরান মালিক, কুলদীপ সেন, যশ দয়ালের পরে নতুন আবিষ্কার লখনউ সুপার জায়ান্টসের বাঁ হাতি পেসার মহসিন খান।

Advertisement

চার ওভারে ২৪ রানে তিন উইকেট নেওয়া এই পেসারকে শুক্রবার ম্যাচ শেষে বলতে শোনা গেল, ‘‘শুধু নিজে উইকেট নেওয়ার জন্য নয়, বেশি ভাল লাগছে ম্যাচটা জিতেছি বলে।” যোগ করেছেন, “আমাদের শুরুটা ভাল হলেও পরের দিকে সমস্যা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতেও খুব সহজ-সরল ভাবে ক্রিকেটটা খেলেছি আমরা। আমি অবশ্যই খুশি তিন উইকেটে পেয়ে। কিন্তু দল না জিতলে এতটা ভাল লাগত না।’’

শুক্রবার ম্যাচের পরে দীপক হুডা কথা বলেন নতুন নায়কের সঙ্গে। তিন বছর মুম্বই ইন্ডিয়ান্সে কাটিয়ে লখনউয়ে আসার পরে কী মনে হয়েছিল মহসিনের? ২৩ বছরের পেসারের জবাব, ‘‘তিন বছর মুম্বই ইন্ডিয়ান্সে ছিলাম ঠিকই, কিন্তু ওরা বড় দল বলে খেলার সুযোগ পাইনি। এখানে সেই সুযোগ পাচ্ছি। সবচেয়ে বড় কথা, এই দলটার প্রত্যেকে ভাল। পরিবেশও চমৎকার। সতীর্থরা মাঠে নেমে যা করতে বলছে, সেটাই করছি। কোনও জটিলতা ছাড়াই খেলতে পারছি।’’

দীপক তাঁকে মজা করে প্রশ্ন করেন, ‘‘পরের ম্যাচগুলো নিয়ে তোমার ভাবনা কী? এ ভাবেই একের পর বাউন্সার দিয়ে যাবে কী?’’ মহসিন বলেন, ‘‘যে ভাবে খেলছি, সে ভাবেই খেলে যাব। ক্যাপ্টেন রাহুল ভাই নতুন কিছু করতে বললে তাও করার চেষ্টা করব।’’

Advertisement
আরও পড়ুন