IPL 2024

দিল্লির বিরুদ্ধে ১০৬ রানে জিতল কলকাতা, কোন পথে জিতল শাহরুখের দল?

কলকাতা এখনও পর্যন্ত অপরাজিত। বুধবার জিতলেই জয়ের হ্যাটট্রিক হবে তাদের। সেই লক্ষ্য নিয়েই খেলতে নেমেছে কলকাতা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দাপটের সঙ্গে ব্যাট করলেন নারাইনেরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ ২৩:৩৪
শাহরুখ খান।

শাহরুখ খান। —ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ ২৩:৩৪ key status

১০৬ রানে জিতল কলকাতা

দিল্লি ক্যাপিটালসকে ১০৬ রানে হারিয়ে দিল কলকাতা। দাপটের সঙ্গে জিতল নাইট রাইডার্স। ২৭২ রান তোলে কলকাতা। দিল্লির ইনিংস শেষ ১৬৬ রানে।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ ২২:৫২ key status

আউট পন্থ

২৫ বলে ৫৫ রান করে আউট পন্থ। বরুণ চক্রবর্তী তুলে নিলেন দিল্লির অধিনায়কের উইকেট। 

Advertisement
timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ ২২:৫১ key status

পন্থের অর্ধশতরান

কেকেআরের বিরুদ্ধে অর্ধশতরান করলেন পন্থ। আগের ম্যাচেও অর্ধশতরান করেছিলেন তিনি। বুধবার ২৩ বলে ৫০ করলেন পন্থ।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ ২২:৫০ key status

এক ওভারে ২৮ রান

বেঙ্কটেশ আয়ার বল করতে এসে ২৮ রান দিলেন। পন্থ একের পর এক বাউন্ডারি মারলেন এই ওভারে।

Advertisement
timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ ২২:৪৩ key status

দিল্লি ১০ ওভারে তুলল ৮৭ রান

কলকাতার রান তোলা ক্রমশ কঠিন হচ্ছে দিল্লির কাছে। ইতিমধ্যেই ৪ উইকেট হারিয়েছেন পন্থেরা। অধিনায়ক নিজে ক্রিজ়ে রয়েছেন। সঙ্গী স্টাবস। ১০ ওভারে ৮৭ রান তুলেছে দিল্লি। এখনও বাকি ১৮৬ রান।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ ২২:১৩ key status

স্টার্কের দ্বিতীয় উইকেট

মার্শের পর অস্ট্রেলিয়ার আরও এক ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে আউট করলেন স্টার্ক। ১৩ বলে ১৮ রান করে বোল্ড হলেন দিল্লির ওপেনার।

Advertisement
timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ ২২:১০ key status

আউট অভিষেক পোড়েল

অভিষেককে (শূন্য) আউট করলেন অরোরা। দিল্লি ৪ ওভারে ২৭/৩।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ ২২:০৪ key status

আউট মার্শ

এ বারের আইপিএলে প্রথম উইকেট স্টার্কের। স্বদেশীয় মার্শকে (শূন্য) আউট করলেন তিনি। দিল্লি ৩ ওভারে ২ উইকেটে ২৬।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ ২১:৫৮ key status

আউট পৃথ্বী

বৈভব আরোরা উইকেট এনে দিলেন কলকাতাকে। শুরুতেই আউট পৃথ্বী শ। ৭ বলে ১০ রান করে আউট দিল্লির ওপেনার। 

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ ২১:৩৫ key status

২০ ওভারে ২৭২ রান তুলল কলকাতা

রানের পাহাড় গড়ল কেকেআর। নারাইন, অঙ্গকৃশ, রাসেল এবং রিঙ্কুর দাপটে ২৭২ রান তুলল কলকাতা। বিশাখাপত্তনমের মাঠে এটাই টি-টোয়েন্টিতে সব থেকে বেশি রান। দিল্লির বিরুদ্ধেও এর আগে কোনও দল এত রান করেনি। আইপিএলের ইতিহাসে এটা দ্বিতীয় সর্বোচ্চ রান।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ ২১:৩২ key status

রাসেল ঝড়

নারাইনের পর ঝড় তুললেন রাসেল। একের পর এক ছক্কা হাঁকালেন। ১৯ বলে ৪১ রান করলেন তিনি। রাসেলের দাপটে কলকাতা ২৫০ রান পার করল। ইশান্ত শর্মার বলে বোল্ড হন রাসেল। কিন্তু তত ক্ষণে দিল্লির বোলিং আক্রমণকে ধ্বংস করে দিয়েছেন তিনি।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ ২১:৩১ key status

আউট শ্রেয়স আয়ার

কলকাতার অধিনায়ক শ্রেয়স ১১ বলে ১৮ রান করলেন। বাকিদের ব্যাটিং তাণ্ডবে তাঁকে মন্থর মনে হল।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ ২০:৫৩ key status

১৫ ওভারে ১৯৫ রান তুলল কলকাতা

বিশাখাপত্তনমে উপস্থিত শাহরুখ খান। তাঁর সামনেই দিল্লির বোলিংকে ধ্বংস করছেন কেকেআরের ব্যাটারেরা। শুরুটা করেছিলেন নারাইন। মাঝে অঙ্গকৃশ এবং এখন রাসেল একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। দিল্লির বোলিংয়ে বৈচিত্রের অভাব এবং অনভিজ্ঞতা দেখা যাচ্ছে।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ ২০:৪৩ key status

আউট অঙ্গকৃশ

৫৪ রানে থেমে গেল অঙ্গকৃশের ইনিংস। কিন্তু দলের হয়ে কাজের কাজটা করে দিয়েছেন তরুণ ক্রিকেটার। মাত্র ১৮ বছর বয়সে আইপিএলে প্রথম ইনিংসেই অর্ধশতরান করলেন।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ ২০:৪১ key status

অঙ্গকৃশের অর্ধশতরান

আগের ম্যাচে অভিষেক হলেও ব্যাট করার সুযোগ হয়নি। বুধবার ব্যাট করতে নেমে নিজের জাত চেনালেন ১৮ বছরের তরুণ অঙ্গকৃশ। ২৫ বলে ৫০ করলেন তিনি। 

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ ২০:৩৭ key status

৮৫ রানে আউট নারাইন

৩৯ বলে ৮৫ রান করলেন নারাইন। মিচেল মার্শের বলে উইকেটরক্ষক পন্থের হাতে ক্যাচ দিলেন তিনি। সাতটি ছক্কা এবং সাতটি চার মারলেন নারাইন। মাত্র ১৫ রানের জন্য শতরান হল না তাঁর।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ ২০:১২ key status

দিল্লি দলে স্পিনারের অভাব স্পষ্ট

দিল্লি ক্যাপিটালস এক জন স্পিনার নিয়ে খেলতে নেমেছে। অক্ষর পটেল ছাড়া আর কোনও স্পিনার নেই। পাঁচ জন পেসার রয়েছে। নারাইন সব পেসারকেই বাউন্ডারির বাইরে পাঠাচ্ছেন অনায়াসে।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ ২০:০২ key status

পাওয়ার প্লে-তে ৮৮ রান

৮৮ রান তুলে ফেলল কেকেআর। নারাইনের দাপটে ঝড় তুলেছে কলকাতা। একের পর বাউন্ডারি মারছেন নারাইন।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ ১৯:৫৯ key status

আউট ফিল সল্ট

এনরিখ নোখিয়ের বলে আউট সল্ট। ১২ বলে ১৮ রান করলেন তিনি। আউট হওয়ার আগে বলেও ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু ডেভিড ওয়ার্নার ক্যাচ নিতে পারেননি। পরের বলেই আবার ক্যাচ তুলে দেন সল্ট। সে বার আর ফস্কাননি ট্রিস্টিয়ান স্টাবস।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ ১৯:৫৩ key status

নারাইন ঝড় শুরু

চতুর্থ ওভারে বল করছিলেন ইশান্ত শর্মা। সেই ওভারে সুনীল নারাইন ২৬ রান করলেন। তিনটি ছক্কা এবং দু'টি চার মারলেন কেকেআর ওপেনার। ৪ ওভারে কলকাতা ৫৮ রান তুলেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন