KKR IPL 2024 Schedule

আইপিএলের দ্বিতীয় দফায় ইডেনে টানা পাঁচটি ম্যাচ খেলবে কলকাতা, বাকি ম্যাচ কবে, কোথায়?

আইপিএলের দ্বিতীয় দফার সূচি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের সূচিও জানা গিয়েছে। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টানা পাঁচটি ম্যাচ খেলতে চলেছে গৌতম গম্ভীর, শ্রেয়স আয়ারের দল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৪ ১৮:৩৬
cricket

কেকেআর অধিনায়ক শ্রেয়স আয়ার। ছবি: পিটিআই।

আইপিএলের দ্বিতীয় দফার সূচি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় দফায় কলকাতা নাইট রাইডার্সের সূচিও জানা গিয়েছে। দেখা যাচ্ছে, ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টানা পাঁচটি ম্যাচ খেলতে চলেছে গৌতম গম্ভীর, শ্রেয়স আয়ারের দল। ফলে শেষের দিকে তাদের বেশি অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে।

Advertisement

লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে সূচি সাজানো হয়েছে। কলকাতা তথা শহরতলির বেশির ভাগ জায়গাতেই ভোট ১ জুন। তত দিনে আইপিএল শেষ হয়ে যাবে। তবু ঝুঁকি না নিয়ে সেই তারিখের অনেক আগেই কলকাতার হোম ম্যাচ শেষ করে দেওয়া হচ্ছে। সূচি অনুযায়ী কলকাতা শেষ হোম ম্যাচ খেলবে ১১ মে।

দ্বিতীয় দফার কলকাতাকে শুরু করতে হবে অ্যাওয়ে ম্যাচ দিয়েই। দ্বিতীয় দফার খেলা শুরু হচ্ছে কলকাতা বনাম চেন্নাই ম্যাচ দিয়ে। চেন্নাইয়ে গিয়ে সেই ম্যাচ খেলবে কলকাতা। এর পর টানা পাঁচটি ম্যাচ ঘরের মাঠে খেলবে। ১৪ এপ্রিল কলকাতা মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টসের। দুপুর ৩.৩০টে থেকে সেই ম্যাচ। ১৭ এপ্রিল কলকাতার বিরুদ্ধে খেলবে রাজস্থান রয়্যালস। সন্ধ্যা ৭.৩০ থেকে সেই ম্যাচ।

২১ এপ্রিল রয়েছে বড় ম্যাচ। ওই দিন ঘরের মাঠে বিরাট কোহলির বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে গম্ভীরের দল। গত মরসুমে লখনউয়ের মেন্টর থাকার সময় কোহলি-গম্ভীরের ঝামেলার কথা কেউ ভুলে যাননি। ফলে সেই ম্যাচের দিকে আলাদা করে নজর থাকবে। এই ম্যাচটিও শুরু দুপুর ৩.৩০ থেকে। ২৬ এপ্রিল কলকাতা বনাম পঞ্জাব কিংসের ম্যাচ রয়েছে ইডেনে। ২৯ এপ্রিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে কলকাতা।়

এর পর টানা দু’টি অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে কলকাতা। ৩ মে ওয়াংখেড়েতে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। ৫ মে একানা স্টেডিয়ামে খেলতে হবে লখনউয়ের বিরুদ্ধে। ১১ মে মুম্বইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলবে কলকাতা। শেষ দু’টি ম্যাচও বাইরের মাঠে। ১৩ মে আমদাবাদে গুজরাত টাইটান্সের মুখোমুখি কলকাতা। ১৯ মে গুয়াহাটিতে রাজস্থানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে নামবে কলকাতা।

প্রথম পর্বের যে সূচি ছিল, তার মধ্যে হায়দরাবাদ ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে কলকাতা। এর পর ২৯ মার্চ বেঙ্গালুরুতে আরসিবি-র বিরুদ্ধে এবং ৩ এপ্রিল বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement