গুজরাতের বিরুদ্ধে রান তাড়া করতে নেমেছে কলকাতা। ছবি: আইপিএল
৩ উইকেটে ম্যাচ জিতল কলকাতা।
পর পর তিন বলে রাসেল, নারাইন ও শার্দূলকে আউট করে হ্যাটট্রিক নিলেন রশিদ।
১ রান করে আউট হয়ে গেলেন রাসেল।
৮৩ রান করে আউট বেঙ্কটেশ।
বেঙ্কটেশ আয়ার ৭৩ ও রিঙ্কু সিংহ ২ রান করে ব্যাট করছেন।
৪৫ রান করে আলজারি জোসেফের বলে আউট হলেন কেকেআর অধিনায়ক।
২৬ বলে অর্ধশতরান করলেন বেঙ্কটেশ আয়ার।
বেঙ্কটেশ ৩৯ ও নীতীশ ২৫ রান করে ব্যাট করছেন।
বেঙ্কটেশ আয়ার ১৮ ও নীতীশ রানা ৪ রান করে ব্যাট করছেন।
৬ রান করে জোশুয়া লিটলের বলে আউট জগদীশন। কলকাতার দ্বিতীয় উইকেট পড়ল।
মহম্মদ শামির বলে ১৫ রান করে আউট গুরবাজ়।
রহমানুল্লা গুরবাজ় ৯ ও নারায়ণ জগদীশন ৫ রান করে খেলছেন।
কলকাতার সামনে লক্ষ্য ২০৫ রান।
২১ বলে অর্ধশতরান করলেন বিজয় শঙ্কর।
নারাইনের বলে ৫৩ রান করে আউট সুদর্শন।
পর পর দু’ম্যাচে দু’টি অর্ধশতরান করলেন সুদর্শন। কলকাতার বিরুদ্ধে ৩৪ বলে এল ৫০ রান।
সুদর্শন ৪৬ ও বিজয় শঙ্কর ৩ রান করে খেলছেন।
অভিনব মনোহরকে আউট করলেন কেকেআরের রহস্য স্পিনার সুযশ। ১৪ রান করেছেন মনোহর।
আবার উইকেট নিলেন সুনীল নারাইন। শুভমনকে ৩৯ রানের মাথায় ফেরালেন তিনি।
শুভমন ৩৬ ও সুদর্শন ২২ রান করে অপরাজিত রয়েছেন।