IPL 2023

গুজরাতের বিরুদ্ধে ২০৫ রান তাড়া করতে নেমে কী ভাবে জিতল কলকাতা নাইট রাইডার্স

আইপিএলের প্রথম দুই ম্যাচ জিতেছে গুজরাত। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে রশিদ খানরা। অন্য দিকে প্রথম ম্যাচে হারের পরে দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলিদের হারিয়ে আত্মবিশ্বাসী কেকেআর।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৯:৩৫
গুজরাতের বিরুদ্ধে রান তাড়া করতে নেমেছে কলকাতা।

গুজরাতের বিরুদ্ধে রান তাড়া করতে নেমেছে কলকাতা। ছবি: আইপিএল

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৯:২৫ key status

জয় কলকাতার

৩ উইকেটে ম্যাচ জিতল কলকাতা।

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৯:০০ key status

রশিদের হ্যাটট্রিক

পর পর তিন বলে রাসেল, নারাইন ও শার্দূলকে আউট করে হ্যাটট্রিক নিলেন রশিদ। 

Advertisement
timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৮:৫৬ key status

আউট রাসেল

১ রান করে আউট হয়ে গেলেন রাসেল। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৮:৫১ key status

আউট বেঙ্কটেশ

৮৩ রান করে আউট বেঙ্কটেশ। 

Advertisement
timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৮:৪৫ key status

১৫ ওভারে কলকাতার রান ১৪৯

বেঙ্কটেশ আয়ার ৭৩ ও রিঙ্কু সিংহ ২ রান করে ব্যাট করছেন। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৮:৩৪ key status

আউট নীতীশ রানা

৪৫ রান করে আলজারি জোসেফের বলে আউট হলেন কেকেআর অধিনায়ক। 

Advertisement
timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৮:২৬ key status

বেঙ্কটেশের অর্ধশতরান

২৬ বলে অর্ধশতরান করলেন বেঙ্কটেশ আয়ার। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৮:২১ key status

১০ ওভারে কেকেআরের রান ৮৬

বেঙ্কটেশ ৩৯ ও নীতীশ ২৫ রান করে ব্যাট করছেন। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৮:০০ key status

পাওয়ার প্লে শেষে কলকাতার রান ২ উইকেটে ৪৩

বেঙ্কটেশ আয়ার ১৮ ও নীতীশ রানা ৪ রান করে ব্যাট করছেন। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৭:৫০ key status

আউট জগদীশন

৬ রান করে জোশুয়া লিটলের বলে আউট জগদীশন। কলকাতার দ্বিতীয় উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৭:৪৪ key status

আউট গুরবাজ়

মহম্মদ শামির বলে ১৫ রান করে আউট গুরবাজ়। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৭:৪০ key status

কলকাতার রান ২ ওভারে বিনা উইকেটে ১৪

রহমানুল্লা গুরবাজ় ৯ ও নারায়ণ জগদীশন ৫ রান করে খেলছেন। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৭:১৪ key status

২০৪ রান গুজরাতের

কলকাতার সামনে লক্ষ্য ২০৫ রান। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৭:১২ key status

অর্ধশতরান বিজয় শঙ্করের

২১ বলে অর্ধশতরান করলেন বিজয় শঙ্কর। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৭:০২ key status

আউট সুদর্শন

নারাইনের বলে ৫৩ রান করে আউট সুদর্শন। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৬:৫৮ key status

অর্ধশতরান সাই সুদর্শনের

পর পর দু’ম্যাচে দু’টি অর্ধশতরান করলেন সুদর্শন। কলকাতার বিরুদ্ধে ৩৪ বলে এল ৫০ রান। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৬:৪৯ key status

১৫ ওভারে গুজরাতের রান ১৩২

সুদর্শন ৪৬ ও বিজয় শঙ্কর ৩ রান করে খেলছেন। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৬:৩৯ key status

উইকেট নিলেন সুযশ শর্মা

অভিনব মনোহরকে আউট করলেন কেকেআরের রহস্য স্পিনার সুযশ। ১৪ রান করেছেন মনোহর। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৬:২৭ key status

আউট শুভমন

আবার উইকেট নিলেন সুনীল নারাইন। শুভমনকে ৩৯ রানের মাথায় ফেরালেন তিনি। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৬:১৯ key status

১০ ওভারে গুজরাতের রান ১ উইকেটে ৮৮

শুভমন ৩৬ ও সুদর্শন ২২ রান করে অপরাজিত রয়েছেন। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন