সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।
ইডেন মানেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজত্ব। এই মাঠে খেলে তিনি বড় হয়েছেন। ভারতীয় দল থেকে বাদ পড়ার পর ইডেনেই কঠোর অনুশীলন করেছেন। তার পরে দলেও ফিরেছেন। সেই মাঠেই সোমবার সৌরভের রেকর্ড ভেঙে দিলেন ফিল সল্ট। সেটাও সৌরভের সামনে।
ইডেনে আইপিএলের এক মরসুমে সব থেকে বেশি রানের রেকর্ড এত দিন ছিল সৌরভের। ৭ ম্যাচে ৩৩১ রান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে দিলেন সল্ট। এ বারের আইপিএলে ইডেনে এখনও পর্যন্ত ছ’টি ম্যাচ খেলেছে কেকেআর। আর সেই ছ’ম্যাচে সল্ট করেছেন ৩৪৪ রান।
ইডেনে এক আইপিএলে সব থেকে বেশি রানের তালিকায় এখন শীর্ষে সল্ট। ২০১০ সালের আইপিএলে ইডেনে ৩৩১ রান করেছিলেন সৌরভ। ১৪ বছর সময় লাগল সেই রেকর্ড ভাঙতে। তৃতীয় স্থানে রয়েছেন আন্দ্রে রাসেল। তিনি ২০১৯ সালে ইডেনে করেছিলেন ৩১১ রান। ২০১৮ সালে ক্রিস লিন করেছিলেন ৩০৩ রান।
সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলেন সল্ট। প্রথমে দিল্লিকে ১৫৩ রানে আটকে রাখে কেকেআর। বরুণ চক্রবর্তী একাই নেন তিন উইকেট। সেই রান তাড়া করতে নেমে সল্ট ৩৩ বলে ৬৮ রান করেন। কেকেআর ৭ উইকেটে ম্যাচ জিতে নেয়।