ইডেনে লখনউকে হারিয়ে উল্লাস কেকেআরের ক্রিকেটারদের। ছবি: আইপিএল।
আইপিএলের ২৯টি ম্যাচ হয়ে গিয়েছে। রবিবার ছিল জোড়া ম্যাচ। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্য দিকে মুম্বইয়ের ঘরে গিয়ে তাদের হারিয়েছে চেন্নাই সুপার কিংস। এই দুই ম্যাচের পরে আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে কারা? কলকাতা ও চেন্নাই কোথায় রয়েছে?
পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। ছ’টি ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে তারা। ১০ পয়েন্ট সঞ্জু স্যামসনদের। রাজস্থানের নেট রানরেট ০.৭৬৭। লখনউকে হারিয়ে দু’নম্বরে নিজেদের জায়গা আরও মজবুত করেছে কেকেআর। পাঁচ ম্যাচে চারটি জিতে ৮ পয়েন্ট শ্রেয়স আয়ারদের। দু’নম্বরে থাকলেও কলকাতার নেট রানরেট (১.৬৮৮) সব থেকে ভাল। তিন নম্বরে রয়েছে চেন্নাই। ছয় ম্যাচে চারটি জিতে তাদেরও পয়েন্ট ৮। মহেন্দ্র সিংহ ধোনিদের নেট রানরেট ০.৭২৬। চার নম্বরে উঠে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতে ৬ পয়েন্ট তাদের। নেট রানরেট ০.৩৪৪।
কলকাতার কাছে হেরে পাঁচ নম্বরে নেমেছে লখনউ সুপার জায়ান্টস। ছ’টি ম্যাচের মধ্যে তিনটি জিতে লোকেশ রাহুলদের পয়েন্ট ৬। তাঁদের নেট রানরেট ০.০৩৮। ছ’নম্বরে রয়েছে গুজরাত টাইটান্স। শুভমন গিলের নেতৃত্বাধীন দলও ছ’টি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে। ৬ পয়েন্ট পাওয়া গুজরাতের নেট রানরেট -০.৬৩৭। সাত ও আট নম্বরে রয়েছে যথাক্রমে পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। দু’দলই ছ’টি ম্যাচের মধ্যে দু’টিতে জিতেছে। তাদের পয়েন্ট ৪। নেট রানরেটে মুম্বইয়ের (-০.২৩৪) থেকে এগিয়ে পঞ্জাব (-০.২১৮)।
দিল্লি ক্যাপিটালস রয়েছে নবম স্থানে। ঋষভ পন্থেরা ছ’টি ম্যাচের মধ্যে দু’টিতে জিতেছেন। তাঁদের নেট রানরেট -০.৯৭৫। সবার শেষে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলিরা ছ’টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছেন। ২ পয়েন্ট তাঁদের। বেঙ্গালুরুর নেট রানরেটও (-১.১২৪) সব থেকে খারাপ।