Rinku Singh

ইডেনে ‘রিঙ্কু, রিঙ্কু’ চিৎকার, কানে যায়নি কেকেআর ব্যাটারের! কোথায় মন ছিল, জানালেন নিজেই

আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ইডেনে শোনা গিয়েছে রিঙ্কুর নামে জয়ধ্বনি। সেই চিৎকার শুনে কী মনে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারের?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ মে ২০২৩ ২১:২৩
Rinku Singh

ইডেনে শেষ বলে চার মেরে দলকে জিতিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র

পঞ্জাব কিংসের বিরুদ্ধে আবার শেষ বলে দলকে জিতিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙ্কু সিংহ। শেষ বলের আগে গোটা ইডেনে শোনা যাচ্ছিল ‘রিঙ্কু, রিঙ্কু’ চিৎকার। সেই চিৎকার শুনে কী মনে হয়েছিল তাঁর, সে কথা জানালেন রিঙ্কু।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামার আগে সাংবাদিক বৈঠকে এই বিষয়ে প্রশ্ন করা হলে রিঙ্কু বলেন, ‘‘চিৎকার আমিও শুনতে পেয়েছিলাম। কিন্তু সেই সময় কোনও কিছুই মাথায় ঢুকছিল না। আমি শুধু ভাবছিলাম কী ভাবে দলকে জেতাব? শুধু নিজের কাজটা করার চেষ্টা করেছি।’’

Advertisement

টি-টোয়েন্টির জমানাতেও ক্রিকেটীয় শট খেলেন রিঙ্কু। রিভার্স সুইপ, সুইচ হিটের মতো আধুনিক শট খেলার চেষ্টা করেন না। রিঙ্কু জানিয়েছেন, তিনি বরাবরই ক্রিকেটীয় শট খেলে এসেছেন। সেটাই তাঁর শক্তি। তাই অন্য কিছুর চেষ্টাও করেন না। কেকেআর ব্যাটারের কথায়, ‘‘আমি বরাবর এই শটই খেলেছি। সেগুলোই অনুশীলন করি। আইপিএল যখন থাকে না তখন কেকেআর অ্যাকাডেমিতে এসে অনুশীলন করি। সেই শটের ধার আরও বাড়ানোর চেষ্টা করেছি। এ বার তার ফল পাচ্ছি।’’

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে হারতে হয়েছিল কলকাতাকে। সেই ম্যাচের পরে মাঠে বেশ কিছু ক্ষণ মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে কথা বলেছিলেন তিনি। সেই সময় ধোনি কি তাঁকে কোনও পরামর্শ দিয়েছিলেন? জবাবে রিঙ্কু বলেছেন, ‘‘ধোনি ভাই বিশ্বের সেরা ফিনিশার। ওকে জিজ্ঞাসা করেছিলাম, শেষ দিকে কী ভাবে ব্যাট করব? ধোনি ভাই বলেছিল, বেশি চিন্তা করবি না। বোলারকে সব চিন্তা করতে দে। তুই শুধু নিজের শটের দিকে লক্ষ্য রাখবি। আর মাথা ঠান্ডা রাখবি।’’

Advertisement
আরও পড়ুন