শাহরুখ খান। ছবি: এক্স (টুইটার)।
আইপিএলে সাফল্যের খোঁজে কলকাতায় এলেন শাহরুখ খান। সন্ধ্যা ৬টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন বলিউড বাদশা। বিমানবন্দর থেকে সোজা চলে যান ইডেনে।
চোখে কালো চশমা, পনি টেল, গায়ে ধূসর রঙের টি-শার্ট। দলের প্রথম খেলা দেখতে প্রত্যাশা মতোই কলকাতায় এলেন শাহরুখ। বিমানবন্দরে গাড়িতে ওঠার আগে অনুগামীদের দেখে চুমু ছুড়ে দেন শাহরুখ। ইডেনে পৌঁছেও কেকেআর সমর্থকদের উদ্দেশে বিলিয়ে দেন নিজের ভালবাসা।
২০১৪ সালের পর আইপিএল জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স। দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে গৌতম গম্ভীরকে মেন্টর করে নিয়ে এসেছেন শাহরুখ। তাঁর হাতেই তুলে দিয়েছেন দলের সব দায়িত্ব। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত থাকলেও দল পরিচালনার দায়িত্ব মূলত গম্ভীরেরই। এ বার কেকেআর দলে পাচ্ছে অধিনায়ক শ্রেয়স আয়ারকে। দলে নেওয়া হয়েছে মিচেল স্টার্ককে। জেসন রয়ের পরিবর্ত হিসাবে নেওয়া হয়েছে ফিল সল্টকে। নতুন উদ্যমে কেকেআরকে সাজাতে চেয়েছেন শাহরুখ।
The King has arrived in the city of love, Kolkata to support our Men in Purple #ShahRukhKhan #KKRvSRH #AmiKKR pic.twitter.com/PqzHlU94EI
— Shah Rukh Khan Warriors FAN Club (@TeamSRKWarriors) March 23, 2024
শাহরুখের দেখা পেতেই ইডেনে উপস্থিত ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয় উন্মাদনা। সমর্থকদের উচ্ছ্বাস বলিউড বাদশাকে খুশি করলেও, তাঁকে শুকনো মুখে বসে থাকতে দেখা যায় বেশ কিছু ক্ষণ। কেকেআর পর পর উইকেট হারানোয় হতাশ দেখায় ফ্র্যাঞ্চাইজ়ির অন্যতম কর্ণধারকে। পরে কলকাতার রান তোলার গতি বৃদ্ধি পাওয়ায় হাসি ফেরে শাহরুখের মুখে।