IPL 2023

মোবাইলে আইপিএল দেখতে না পাওয়া নিয়ে টুইট জিয়োর, কী বক্তব্য অম্বানীদের?

শুক্রবার থেকে শুরু হয়েছে এ বারের আইপিএল। অরিজিৎ সিংহ, রশ্মিকা মন্দনা, তমন্না ভাটিয়ারা পারফর্ম করেন উদ্বোধনী অনুষ্ঠানে। প্রথম ম্যাচে খেলে চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্স।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৩:৪৯
Jio Cinema causing problem

শুক্রবার থেকে শুরু হয়েছে এ বারের আইপিএল। কিন্তু মোবাইলে খেলা দেখতে অসুবিধা হচ্ছে অনেক দর্শকের। —প্রতীকী চিত্র

আইপিএলের প্রথম ম্যাচের সম্প্রচারে যে বিঘ্ন ঘটেছে, তা মেনে নিল জিয়োসিনেমা। দর্শকদের কাছে ক্ষমাও চাইল তারা। সেই সঙ্গে জানিয়ে দিল নির্বিঘ্নে খেলা দেখতে হলে কী করতে হবে।

শুক্রবার থেকে শুরু হয়েছে এ বারের আইপিএল। অরিজিৎ সিংহ, রশ্মিকা মন্দনা, তমন্না ভাটিয়ারা পারফর্ম করেন উদ্বোধনী অনুষ্ঠানে। প্রথম ম্যাচে খেলে চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্স। এই পুরো অনুষ্ঠানের সময় মোবাইল সম্প্রচারে বার বার বিঘ্ন ঘটেছে। এই গন্ডগোলের কথা মেনেও নিয়েছে জিয়োসিনেমা। তারা টুইট করে লেখে, “এই ঘটনার জন্য আমরা দুঃখিত। এমনটা হোক আমরা চাইনি। এই সমস্যা যাঁদের হচ্ছে আপনারা দয়া করে মোবাইলের ওএস, অ্যাপ ভার্সন এবং মোবাইল নম্বরটি আমাদের পাঠান। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করতে।”

Advertisement

কিছু সময়ের মধ্যেই জিয়োর তরফে আরও একটি টুইট করা হয়। সেখানে লেখা হয়, “আপনারা জিয়োসিনেমা অ্যাপটি আরও এক বার ইনস্টল করে দেখুন। তাতেও সমস্যার সমাধান না হলে মোবাইলের ওএস, অ্যাপ ভার্সন এবং মোবাইল নম্বরটি আমাদের পাঠান। কী সমস্যা হচ্ছে সেটার ভিডিয়ো করেও পাঠালে আমাদের বুঝতে সুবিধা হয়।”

যদিও সব জায়গায় এই সমস্যা হয়নি। অনেকেই নির্বিঘ্নে খেলা দেখেছেন। এই অ্যাপে গত বছর ফুটবল বিশ্বকাপ দেখা গিয়েছিল। সেই সময়ও বার বার সমস্যা হচ্ছিল। পরে যদিও নির্বিঘ্নেই সম্প্রচার করতে পেরেছিল জিয়োসিনেমা।

শুক্রবার অরিজিৎ সিংহের গানের সময় টিভিতে এক বার বিজ্ঞাপন দেখানো হয়েছিল। জিয়োসিনেমাতে সেটা হয়নি। পুরো অনুষ্ঠান মোবাইলে দেখা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন