T20 World Cup 2024

আইপিএলে ভাল খেললেও টি২০ বিশ্বকাপে জায়গা হবে না ভারতের একাধিক ক্রিকেটারের, তাঁরা কারা?

আইপিএলের মাঝেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা। বোর্ড সূত্রে খবর, একাধিক ভাল ক্রিকেটারকে বিশ্বকাপের দলে নেওয়া হবে না। মূলত দু’টি কারণে ঝুঁকি নিতে নারাজ বোর্ড।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ১৪:৩৮
cricket

টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। — ফাইল চিত্র।

আইপিএলের মাঝেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা। ফলে বিভিন্ন মহল থেকেই ভাসিয়ে দেওয়া হচ্ছে সম্ভাব্য ক্রিকেটারদের নাম। কেউ ভাল খেললেই তাঁকে বিশ্বকাপের দলে নেওয়ার দাবি উঠছে। তবে বোর্ড সূত্রে খবর, একাধিক ভাল ক্রিকেটারকে বিশ্বকাপের দলে নেওয়া হবে না। অনভিজ্ঞতা এবং বিশ্বকাপের মঞ্চে ভারতের খারাপ পারফরম্যান্সের কারণেই ঝুঁকি নিতে নারাজ বোর্ড।

Advertisement

এ বারের আইপিএলে ধারাবাহিক ভাবে ভাল খেলছেন রিয়ান পরাগ, অভিষেক শর্মা এবং উঠতি প্রতিভা মায়াঙ্ক যাদবেরা। তবু বিশ্বকাপের দলে তাঁদের হয়তো নেওয়া হবে না। সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের এক সূত্র বলেছেন, “রিয়ান, মায়াঙ্ক, অভিষেক, হর্ষিত রানা সবাই ভাল খেলছে। তবে নির্বাচক কমিটি ব্যাপারটার মধ্যে একটা স্বচ্ছতা রাখতে চায়। আগে ওদের দ্বিপাক্ষিক সিরিজ়ে খেলানো হবে। তার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় নেওয়া হবে।” তবে এঁদের মধ্যে কোনও কোনও ক্রিকেটারকে বিশ্বকাপের নেট বোলার হিসাবে নিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই জ়‌িম্বাবোয়ে এবং শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। সেখানে সাদা বলের সিরিজ়‌ খেলবে তারা। ওই দু’টি সিরিজ়‌ে তরুণদের সুযোগ দেওয়া হতে পারে। উপরোক্ত চার ক্রিকেটার ছাড়াও বোর্ডের নজরে রয়েছেন হায়দরাবাদের ক্রিকেটার নীতীশ কুমার রেড্ডি। বোর্ডের সূত্রের দাবি, “নীতীশ পেস বোলিং অলরাউন্ডার। গত বছর ভারের এমার্জিং দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও গিয়েছে। ওকেও নজরে রাখা হচ্ছে।”

আরও পড়ুন
Advertisement