IPL 2022

IPL 2022: শেষ ওভারে কী ভাবে গুজরাতকে আটকে রাখলেন, জানালেন মুম্বইকে জেতানো বোলার

চাপে ছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সেই পরিস্থিতি থেকেও দলকে জিতিয়ে দেন রোহিত শর্মাদের দলের বোলার ড্যানিয়েস স্যামস। দুরন্ত বল করেন তিনি। সেই সময় কী হচ্ছিল তাঁর মনে, কী পরিকল্পনা করেছিলেন তিনি, তা জানালেন স্যামস।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ মে ২০২২ ১৫:১১
মুম্বইকে জেতানোর রহস্য ফাঁস করলেন বোলার

মুম্বইকে জেতানোর রহস্য ফাঁস করলেন বোলার ছবি: আইপিএল

শেষ ওভারে জয়ের জন্য গুজরাত টাইটান্সের দরকার ছিল ৯ রান। ক্রিজে ব্যাট করছিলেন ডেভিড মিলার ও রাহুল তেওতিয়া। এ বারের আইপিএলে বেশ কয়েকটি ম্যাচে এই দুই ব্যাটার গুজরাতকে জিতিয়েছেন। তাই চাপে ছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সেই পরিস্থিতি থেকেও দলকে জিতিয়ে দেন রোহিত শর্মাদের দলের বোলার ড্যানিয়েস স্যামস। দুরন্ত বল করেন তিনি। সেই সময় কী হচ্ছিল তাঁর মনে, কী পরিকল্পনা করেছিলেন তিনি, তা জানালেন স্যামস।

শেষ ওভারের বিষয়ে বলতে গিয়ে স্যামস বলেন, ‘‘শেষ পর্যন্ত জিতেছি। শেষ ওভারে বল করতে যাওয়ার আগে আমার মনে হয়েছিল যে আমাদের তো দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। হারানোর কিছু নেই। তাই ঠান্ডা মাথায় বল করছিলাম। অতিরিক্ত কোনও চাপ নিইনি।’’

Advertisement

কী পরিকল্পনা করে মিলারদের বল করেছিলেন, তাও জানিয়েছেন স্যামস। তিনি বলেন, ‘‘আমি ব্যাটারের থেকে দূরে বল রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু অনেক সময় সেই ধরনের বল করতে গেলে ওয়াইড হয়ে যায়। কিন্তু এই ম্যাচে হয়নি। পিচ মন্থর ছিল। তাই বেশি জোরে বল করার চেষ্টা করিনি। সেটা কাজে লেগেছে।’’

বোলারদের প্রশংসা শোনা গিয়েছে অধিনায়ক রোহিতের মুখেও। তিনি বলেন, ‘‘আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। কিন্তু নিজেদের শেষ পর্যন্ত লড়াইয়ে রেখেছিলাম। বোলাররা ভাল বল করেছে। মন্থর বল করলে খেলতে সমস্যা হচ্ছিল। ঠিক সময়ে আমরা উইকেট পেয়েছি।’’

Advertisement
আরও পড়ুন