IPL 2022

IPL 2022: এ বছর আইপিএলে খেলবেন সচিন-পুত্র অর্জুন? জবাবে কী বললেন মুম্বইয়ের কোচ

এ বারের আইপিএলে মুম্বইয়ের হয়ে কুমার কার্তিকেয়, হৃত্বিক শোকিন, তিলক বর্মার মতো তরুণ ক্রিকেটাররা খেলেছেন। তাঁরা নজর কেড়েছেন। ২০২১ সাল থেকে মুম্বইয়ের সঙ্গে রয়েছেন অর্জুন। কিন্তু এখনও সুযোগ পাননি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১৭:২৯
অর্জুনের কি অভিষেক হবে এ বছর

অর্জুনের কি অভিষেক হবে এ বছর ফাইল চিত্র

আইপিএল লিগ তালিকায় সব থেকে নীচে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। দলের বেশ কিছু ক্রিকেটার খারাপ ফর্মে থাকায় অনেক নতুন ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এখনও সুযোগ পাননি সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর। তিনি কি এ বছর সুযোগ পাবেন। সেই প্রশ্নের জবাব দিলেন মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনে।

অর্জুন প্রসঙ্গে মাহেলা বলেন, ‘‘দলের প্রত্যেকের খেলার সুযোগ রয়েছে। আমাদের দেখতে হবে কোন ম্যাচে সেরা একাদশ কী হতে পারে। বাকি সব ম্যাচ জিততে চাইছি আমরা। সেই লক্ষ্যেই প্রথম একাদশ বেছে নেওয়া হবে।’’

Advertisement

প্রথম জয়ের পরে দলের আত্মবিশ্বাস অনেকটা বেড়েছে বলে জানিয়েছেন মাহেলা। তিনি বলেন, ‘‘আমরা প্রথম ম্যাচ জিতেছি। তাই ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেকটা বেড়েছে। যদি আমাদের মনে হয় কোনও ম্যাচে অর্জুনকে দরকার তা হলে ও অবশ্যই সুযোগ পাবে। সব কিছুই নির্ভর করছে সেই ম্যাচের উপর।’’

এ বারের আইপিএলে মুম্বইয়ের হয়ে কুমার কার্তিকেয়, হৃত্বিক শোকিন, তিলক বর্মার মতো তরুণ ক্রিকেটাররা খেলেছেন। তাঁরা নজর কেড়েছেন। ২০২১ সাল থেকে মুম্বইয়ের সঙ্গে রয়েছেন অর্জুন। কিন্তু এখনও সুযোগ পাননি। এখন দেখার এ বার তিনি সুযোগ পান কি না।

Advertisement
আরও পড়ুন