IPL 2022

IPL 2022: রানে ফিরলেন কোহলী, আইপিএলে ১৫ ম্যাচ পরে অর্ধশতরান বিরাটের

গুজরাতের বিরুদ্ধে দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। ফলে রান তোলার দায়িত্ব চাপে কোহলীর কাঁধে। রজত পাতিদারের সঙ্গে জুটি বাঁধেন কোহলী। রজত ভাল ছন্দে থাকায় সুবিধা হয় কোহলীর। ছন্দ খুঁজে পাওয়ার জন্য কিছুটা সময় পান তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২২ ১৬:৫৬
অর্ধশতরান কোহলীর

অর্ধশতরান কোহলীর ছবি: আইপিএল

অবশেষে আইপিএলে রানে ফিরলেন বিরাট কোহলী। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে অর্ধশতরান করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক। আইপিএলে ১৫ ম্যাচ পরে অর্ধশতরান করলেন কোহলী।
এ বারের আইপিএলে প্রথম ম্যাচ থেকেই ছন্দে ছিলেন না কোহলী। একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছিলেন। কিন্তু গুজরাতের বিরুদ্ধে অবশেষে ব্যাটে রান এল তাঁর। এর আগে আইপিএলে এক বারই এত খারাপ সময় কেটেছিল কোহলীর। ২০০৯ ও ২০১০ সালের আইপিএলে টানা ১৮ ম্যাচে অর্ধশতরান পাননি কোহলী। কিন্তু তখন তিনি একেবারে নতুন। আরসিবির অধিনায়ক হওয়ার পরে এই প্রথম এত খারাপ সময় কাটল বিরাটের।

Advertisement

গুজরাতের বিরুদ্ধে দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। ফলে রান তোলার দায়িত্ব চাপে কোহলীর কাঁধে। রজত পাতিদারের সঙ্গে জুটি বাঁধেন কোহলী। রজত ভাল ছন্দে থাকায় সুবিধা হয় কোহলীর। ছন্দ খুঁজে পাওয়ার জন্য কিছুটা সময় পান তিনি।

টি২০ ক্রিকেট হিসাবে বেশ ধীরে খেললেও কয়েকটি শটে দেখা গেল কোহলীর ছাপ। ছ’টি চার ও একটি ছক্কা মারেন। শেষ পর্যন্ত ৫৩ বলে ৫৮ রান করে মহম্মদ শামির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।

Advertisement
আরও পড়ুন