IPL 2022

IPL 2022: রাজস্থান শিবিরে যোগ দিলেন এই ক্রিকেটার, খেলতে পারেন ধোনিদের বিরুদ্ধে

১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান। এখনও প্লে-অফ নিশ্চিত হয়নি তাদের। তাই শেষ ম্যাচে জিততেই হবে সঞ্জুদের।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ মে ২০২২ ২১:৩৩
ধোনিদের বিরুদ্ধে নামার আগে আরও শক্তিশালী রাজস্থান

ধোনিদের বিরুদ্ধে নামার আগে আরও শক্তিশালী রাজস্থান ছবি: আইপিএল

প্রথম সন্তানের জন্মের পরে দেশে ফিরে গিয়েছিলেন রাজস্থান রয়্যালসের বিদেশি ক্রিকেটার শিমরন হেটমেয়ার। ফের ভারতে ফিরেছেন তিনি। যোগ দিয়েছেন রাজস্থান দলে। নিভৃতবাস কাটিয়ে শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে পারেন তিনি। হেটমেয়ার ফেরায় আরও শক্তিশালী হল সঞ্জু স্যামসনদের দল।

৮ মে ছেলের জন্ম হয় হেটমেয়ারের। তার পরেই গায়ানা চলে যান তিনি। ফলে দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হেটমেয়ারকে ছাড়া নামতে হয় রাজস্থানকে। বাঁ হাতি ব্যাটার না থাকায় একটু হলেও সমস্যায় পড়ে রাজস্থানের মিডল অর্ডার। দিল্লির বিরুদ্ধে পরের দিকে ব্যাট করতে নামেন সঞ্জু। তাতে ক্ষতি হয় দলের। ম্যাচ হারে রাজস্থান।

Advertisement

এ বারের নিলামে সাড়ে আট কোটি টাকায় হেটমেয়ারকে কেনে রাজস্থান। দলের মিডল অর্ডারের দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। ১১ ম্যাচে ১৬৬.২৯ স্ট্রাইক রেটে ২৯১ রান করেছেন। গড় ৭২.৭৫। শেষ দিকে নেমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি।

১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান। এখনও প্লে-অফ নিশ্চিত হয়নি তাদের। তাই শেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে জিততেই হবে সঞ্জুদের। তার আগে হেটমেয়ার দলে যোগ দেওয়ায় অনেক সুবিধা হল তাঁদের।

Advertisement
আরও পড়ুন