ডুপ্লেসিকে সাহায্য করতে বললেন ম্যাক্সওয়েল ছবি টুইটার
বিরাট কোহলী নেতৃত্ব থেকে সরার পর এ বার বেঙ্গালুরুর অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। তিনটি ম্যাচের দু’টি জিতে এই মুহূর্তে লিগ তালিকায় ষষ্ঠ স্থানে তারা। তবে গ্লেন ম্যাক্সওয়েলের আশা, অধিনায়ক হিসেবে দলকে অন্য উচ্চতায় পৌঁছে দিতে পারেন ডুপ্লেসি। কারণ, দলের পূর্ণ সমর্থন তার উপরে রয়েছে।
বিয়ের কারণে প্রথম কয়েকটি ম্যাচে দলের হয়ে নামতে পারেননি ম্যাক্সওয়েল। কিন্তু শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে তিনি নামতে পারেন। তার আগে আরসিবি-র টুইটার ভিডিয়োয় তিনি বলেছেন, ‘দলের উন্নতির জন্য দারুণ কাজ করছে ডুপ্লেসি। যে ভাবে শুরু করেছে সেটা দেখেই মনে হয়েছে দলের সবার সমর্থন ওর প্রতি রয়েছে। নেতা হিসেবে ও যে আদর্শ সেটা ওর কাজকর্মেই বোঝা যায়।”
.@Gmaxi_32 talks to @DanishSait about winning the WT20, getting married to an Indian, his interactions with coaches and captain Faf, and much more, on @KreditBee presents Bold Diaries.#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB pic.twitter.com/NekyBSr82Y
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 7, 2022
ম্যাক্সওয়েল দলের বাকি অভিজ্ঞ ক্রিকেটারদের আহ্বান করেছেন ডুপ্লেসিকে সাহায্য করার জন্য। সেই তালিকায় তিনি নিজে যেমন রয়েছেন, তেমনই রয়েছেন কোহলীও। অজি ক্রিকেটার বলেছেন, “ডুপ্লেসির মতো একজন নেতা পাওয়া দলের পক্ষে ভাগ্যের ব্যাপার। দলের অভিজ্ঞ ক্রিকেটারদেরও ওকে সাহায্য করতে তৈরি থাকা উচিত। সব চাপ ও একাই নেবে সেটা হতে পারে না। আগেও আরসিবি-তে আমরা একে অপরকে সাহায্য করেছি। আশা করি কোনও না কোনও সময়ে ওকে আমরা সাহায্য করতে পারব।”