IPL 2022

IPL 2022: ধোনি থাকা মানেই জানতাম জিততে পারি, ম্যাচ শেষে বললেন জাডেজা

ফিল্ডিং খুব সাধারণ হয়েছে চেন্নাইয়ের। জাডেজা নিজেও ক্যাচ ফস্কেছেন। ফিল্ডিংয়ে দলকে আরও উন্নতি করতে হবে বলে মনে করেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২২ ০০:১২
ধোনিকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস জাডেজার

ধোনিকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস জাডেজার ছবি: আইপিএল

তিনি যে এখনও শেষ হয়ে যাননি তা আরও এক বার দেখিয়ে দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ বলে চার মেরে দলকে জিতিয়েছেন। আর ম্যাচ শেষে নিজের প্রাক্তন অধিনায়কের প্রশংসায় বর্তমান অধিনায়ক রবীন্দ্র জাডেজা। জানালেন, ধোনি ক্রিজে থাকায় জয়ের আশা ছাড়েননি তাঁরা।
ম্যাচ শেষে জাডেজা বলেন, ‘‘শেষ দিকে খুব চাপের মধ্যে ছিলাম। কিন্তু আমরা জানতাম ক্রিকেটের সব থেকে বড় ফিনিশার ক্রিজে আছে। এর আগেও অনেক ম্যাচে ও দলকে জিতিয়েছে। সেই ভরসা ছিল। এ বারেও ধোনি সেটাই করে দেখাল।’’

Advertisement

ধোনির সঙ্গে তরুণ বোলার মুকেশ চৌধরীর প্রশংসা করেছেন জাডেজা। প্রথম ওভারেই রোহিত শর্মা ও ঈশান কিশনকে আউট করে মুম্বইকে বড় ধাক্কা দেন মুকেশ। তাঁকে নিয়ে জাডেজা বলেন, ‘‘শুরুর দিকে মুকেশ খুব ভাল বল করেছে। তাই ওকে পাওয়ার প্লে-তে ব্যবহার করতে চেয়েছিলাম। সেটা কাজে দিয়েছে।’’

ম্যাচ জিতলেও ফিল্ডিং খুব সাধারণ হয়েছে চেন্নাইয়ের। জাডেজা নিজেও ক্যাচ ফস্কেছেন। ফিল্ডিংয়ে দলকে আরও উন্নতি করতে হবে বলে মনে করেন তিনি। জাডেজা বলেন, ‘‘খেলায় ক্যাচ পড়ে। সেই কারণেই আমি ফিল্ডিংকে কখনও হাল্কা ভাবে নিই না। আমাদের ফিল্ডিংয়ে আরও ভাল করতে হবে। এ ভাবে ক্যাচ ফস্কালে ম্যাচ জেতা যাবে না।’’

আরও পড়ুন
Advertisement