Rajasthan Royals

IPL 2022: লখনউকে হারিয়ে শীর্ষ স্থানে উঠে এল রাজস্থান, কলকাতা কত নম্বরে

চার ম্যাচে খেলে রাজস্থানের পয়েন্ট এখন ৬। তারা জিতেছে তিনটি ম্যাচে। রান রেট ০.৯৫১।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২২ ১১:২৮
কত নম্বরে কেকেআর।

কত নম্বরে কেকেআর। ছবি আইপিএল

রবিবার রাতে লখনউ সুপার জায়ান্টসকে শেষ ওভারে হারিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। সেই সঙ্গে কলকাতা নাইট রাইডার্সকে টপকে পয়েন্ট তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে তারা। রবিবারের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ৪৪ রানে হারার পরেও রান রেট ভাল থাকার কারণে শীর্ষ স্থানেই ছিল কলকাতা। কিন্তু রাতের ম্যাচে রাজস্থান জেতায় তারাই শীর্ষ স্থানে চলে গিয়েছে।

চার ম্যাচে খেলে রাজস্থানের পয়েন্ট এখন ৬। তারা জিতেছে তিনটি ম্যাচে। রান রেট ০.৯৫১। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কলকাতা রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের রান রেট ০.৪৪৬। তালিকায় থাকায় এর পরের তিনটি দলেরও ৬ পয়েন্ট রয়েছে। তবে রান রেটের বিচারে তারা বিভিন্ন স্থানে রয়েছে। কলকাতার পরেই তৃতীয় স্থানে রয়েছে গুজরাত টাইটান্স। এ বারের আইপিএলে এখনও একমাত্র দল যারা একটি ম্যাচেও হারেনি। গুজরাতের রান রেট ০.৩৪৯।

Advertisement
গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

চার নম্বরে রয়েছে বিরাট কোহলীর বেঙ্গালুরু। ৪ ম্যাচে ৩টি জয় থাকায় তাদেরও পয়েন্ট ৬। রান রেট ০.২৯৪। পাঁচে থাকা লখনউয়ের পয়েন্টও একই। তবে রান রেট ০.১৭৪ থাকায় তারা রয়েছে পঞ্চম স্থানে। তালিকায় সবার নীচে চেন্নাই সুপার কিংস। তাদের এক ধাপ উপরে মুম্বই। এই দুই দলই কোনও ম্যাচে জেতেনি।

আরও পড়ুন
Advertisement