Shimron Hetmyer

IPL 2022: ছাড়লেন জৈবদুর্গ, আপাতত আইপিএলও ছাড়লেন ফর্মে থাকা ক্যারিবীয় ক্রিকেটার

প্রথম সন্তান জন্ম নিয়েছে শিমরনের। রাজস্থান টুইট করে লেখে, ‘গায়ানায় ফিরছেন শিমরন হেটমেয়ার। তাঁর প্রথম সন্তানের জন্ম হয়েছে। আবার ফিরবেন তিনি।’ সন্তানের সঙ্গে দেখা করে ফের আইপিএলে নিজের দলে ফিরে আসবেন শিমরন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ মে ২০২২ ১৫:৫০

—ফাইল চিত্র

রাজস্থান রয়্যালসের ব্যাটার শিমরন হেটমায়ার দেশে ফিরছেন। জৈবদুর্গ ছেড়ে বেরিয়ে গিয়েছেন তিনি। রবিবার সকালেই রাজস্থানের তরফে জানানো হয়েছে যে, বাবা হয়েছেন শিমরন। তাই আইপিএল ছেড়ে গায়ানায় ফিরছেন তিনি।

প্রথম সন্তান জন্ম নিয়েছে শিমরনের। রাজস্থান টুইট করে লেখে, ‘গায়ানায় ফিরছেন শিমরন হেটমেয়ার। তাঁর প্রথম সন্তানের জন্ম হয়েছে। আবার ফিরবেন তিনি।’ সন্তানের সঙ্গে দেখা করে ফের আইপিএলে নিজের দলে ফিরে আসবেন শিমরন।

Advertisement

এ বারের আইপিএলে ১১টি ম্যাচে ২৯১ রান করেছেন এই ক্যারিবিয়ান ব্যাটার। গড় ৭২.৭৫। শেষ ম্যাচে পঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে রাজস্থান। এর পর তাদের খেলা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। পঞ্জাবের বিরুদ্ধে ১৬ বলে ৩১ রান করেন শিমরন। পয়েন্ট তালিকায় তিন নম্বরে রাজস্থান। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট।

Advertisement
আরও পড়ুন