কোহলীদের বিরুদ্ধে কি জিতবেন রোহিতরা ফাইল ছবি
আইপিএলের শুরুতেই প্রথম তিনটি ম্যাচে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। দলের মনোবলও তলানিতে। শেষ ম্যাচে কলকাতার বিরুদ্ধে শোচনীয় ভাবে হারতে হয়েছে তাদের। শনিবার বিরাট কোহলীদের আরসিবি-র বিরুদ্ধে নামছে মুম্বই। জয়ের সরণিতে ফিরতে সেই ম্যাচকেই পাখির চোখ করছেন রোহিত শর্মারা।
মুম্বইয়ের হারের পিছনে অনেকেই দায়ী করছেন বোলিং বিভাগকে। তবে বোলিং কোচ শেন বন্ড তা মানতে চাইলেন না। বরং তাঁর মতে, সুযোগ কাজে লাগাতে পারলে হারের হ্যাটট্রিকের বদলে জয়ের হ্যাটট্রিক হত তাঁদের। বন্ড বলেছেন, “গত ম্যাচের দিকেই তাকান। প্রথম দশ ওভার দুর্দান্ত বোলিং করেছি। দুটো ওভারেই ম্যাচ আমাদের হাত থেকে বেরিয়ে যায়। এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। যাদের দিয়ে বোলিং করানোর পরিকল্পনা ছিল তাদের দিয়েই করিয়েছি। কিন্তু একটা ওভারে হয়তো ২০-র বেশি রান খেয়েছি। সেখানেই ম্যাচ হেরে গিয়েছি।”
এর পরেই বন্ডের মুখে আশার কথা। বলেছেন, “এই ভুল সারিয়ে তোলা খুবই সহজ। যদি আমরা পরিকল্পনায় স্থির থাকতে পারি এবং সঠিক জায়গায় বল করতে পারি তা হলেই জয়ে ফিরব। আশা করি খুব দ্রুত আমাদের প্রত্যাবর্তন দেখতে পাবেন।”