IPL 2022

IPL 2022: ফের চোট, এ বারের আইপিএল থেকে ছিটকে গেলেন সূর্যকুমার যাদব

আইপিএলের শুরুতে দু’টি ম্যাচে খেলতে পারেননি সূর্যকুমার। সেই সময়েও তাঁর চোট ছিল। সেই চোট সারিয়ে দলে ফেরেন অভিজ্ঞ ব্যাটার। কিন্তু তাতেও ম্যাচ জিততে পারছিল না মুম্বই। তিনি যদিও ছন্দেই ছিলেন। ৮ ম্যাচে ৩০৩ রান করেছেন সূর্য। বাঁহাতের পেশিতে টান লাগে তাঁর। সেই চোটের কারণেই এ বারের আইপিএলে আর খেলতে দেখা যাবে না সূর্যকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০২২ ১৮:৫৬
সূর্যকুমার যাদব।

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র

চোট পেলেন সূর্যকুমার যাদব। এ বারের আইপিএলে আর খেলতে দেখা যাবে না মুম্বইয়ের এই ব্যাটারকে। আইপিএলের পরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজ রয়েছে ভারতের। সেই সিরিজে তাঁকে পাওয়া যাবে কি না সেই নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আইপিএলের শুরুতে দু’টি ম্যাচে খেলতে পারেননি সূর্যকুমার। সেই সময়েও তাঁর চোট ছিল। সেই চোট সারিয়ে দলে ফেরেন অভিজ্ঞ ব্যাটার। কিন্তু তাতেও ম্যাচ জিততে পারছিল না মুম্বই। তিনি যদিও ছন্দেই ছিলেন। ৮ ম্যাচে ৩০৩ রান করেছেন সূর্য। বাঁহাতের পেশিতে টান লাগে তাঁর। সেই চোটের কারণেই এ বারের আইপিএলে আর খেলতে দেখা যাবে না সূর্যকে।

মুম্বই ইন্ডিয়ান্সের তরফে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকদের মতে সূর্যকুমারের যে চোট রয়েছে তাতে তাঁর বিশ্রাম নেওয়া উচিত।

Advertisement

এ বারের আইপিএলে প্লে-অফে যাওয়ার সুযোগ নেই মুম্বইয়ের। সূর্যকুমার ছিটকে যেতে তাই খুব বড় ক্ষতি হল না তাদের। বাকি চার ম্যাচে জিতলেও এ বারের আইপিএল থেকে বিদায় নিশ্চিত মুম্বইয়ের। এখনও পর্যন্ত মাত্র দু’টি ম্যাচ জিতেছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement