KKR

IPL 2022: শ্রেয়স-পন্থ না কি শত্রু! লড়াইয়ের আগে সব ভুলে ব্যান্ডের তালে দুই অধিনায়ক

শুধু শ্রেয়স-পন্থ নন, গল্প করতে দেখা যায় নাইট কোচ ব্রেন্ডন ম্যাকালাম এবং দিল্লি দলের ব্যাটার ডেভিড ওয়ার্নারকেও। স্যাম বিলিংসকে দেখা যায় অক্ষর পটেলের সঙ্গে কথা বলতে। এক সময় দিল্লি দলেই খেলতেন বিলিংস। ওয়েস্ট ইন্ডিজের রভমান পাওয়েলের সঙ্গে হাত মেলাতে দেখা যায় আন্দ্রে রাসেলকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ১১:০০

ছবি: টুইটার থেকে

কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস। শ্রেয়স আয়ার বনাম ঋষভ পন্থ। প্রথম জনের চোট লাগায় দ্বিতীয় জন দিল্লিকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন। পরের বছরও তাঁকেই নেতা রাখল দিল্লি। দল ছাড়লেন প্রথম জন। নিলামে কলকাতা দলে এলেন তিনি। এ বার তাঁরা মুখোমুখি। উত্তর দেওয়ার সময়। একটা যুদ্ধের পরিস্থিতি দেখতে পাওয়াই স্বাভাবিক। কিন্তু কোথায় কী?

দিল্লি একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেখানে আমেরিকার ‘মেরুন ৫’ নামক ব্যান্ডের ‘মেমরিজ ব্রিং ব্যাক’ গানটি বাজছে। পুরনো দিনের কথা মনে করিয়ে পন্থ এবং শ্রেয়স হাত মেলাচ্ছেন। আগেও একই দৃশ্য দেখা যেত, এ বার শুধু দু’জনের জার্সিটা আলাদা। রবিবার একে অপরের বিরুদ্ধে খেলতে নামার আগে শনিবার অনুশীলনে দেখা হয়েছিল দুই দলের। তখনই বন্ধুত্বের ছবি দেখা গেল তাদের মধ্যে।

শুধু শ্রেয়স-পন্থ নন, গল্প করতে দেখা যায় নাইট কোচ ব্রেন্ডন ম্যাকালাম এবং দিল্লি দলের ব্যাটার ডেভিড ওয়ার্নারকেও। স্যাম বিলিংসকে দেখা যায় অক্ষর পটেলের সঙ্গে কথা বলতে। এক সময় দিল্লি দলেই খেলতেন বিলিংস। ওয়েস্ট ইন্ডিজের রভমান পাওয়েলের সঙ্গে হাত মেলাতে দেখা যায় আন্দ্রে রাসেলকে।

Advertisement

রবিবার জয়ের জন্য ঝাঁপাবে দুই দল। কিন্তু মাঠের বাইরে যে শুধুই বন্ধুত্ব, তা বুঝিয়ে দিল দিল্লির পোস্ট।

আরও পড়ুন
Advertisement