IPL

IPL: পাঁচ কারণ: মুম্বইকে যে ভাবে হারাল বেঙ্গালুরু

কী ভাবে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, বিশ্লেষণে আনন্দবাজার অনলাইন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ২৩:৩৪
মুম্বইয়ের আরও একটি উইকেটের পতনের পর কোহলীদের উল্লাস।

মুম্বইয়ের আরও একটি উইকেটের পতনের পর কোহলীদের উল্লাস। ছবি: আইপিএল

ফের হার মুম্বই ইন্ডিয়ান্সের। এ বার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। কী ভাবে জিতল আরসিবি, বিশ্লেষণে আনন্দবাজার অনলাইন।

এক, প্রতি ম্যাচের মতো এই ম্যাচেও টস গুরুত্বপূর্ণ ছিল। সেটিই হেরে যান মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। সেখানেই অর্ধেক ম্যাচ জেতা হয়ে যায় চেন্নাইয়ের।

দুই, মুম্বইয়ের মিডল অর্ডারে ধস নামায় চেন্নাই। সূর্যকুমার যাদব ছাড়া কেউ রান পাননি। তিলক বর্মা, কায়রন পোলার্ড কোনও রান করতে পারেননি। মুম্বই বিনা উইকেটে ৫০ রান থেকে ৬ উইকেটে ৭৯ হয়ে যায়।

Advertisement

তিন, হর্ষল পটেল ও আকাশদীপের দুর্দান্ত বোলিং। দু’জনের আট ওভারে মাত্র ৪৩ রান ওঠে। তিনটি উইকেট নেন দু’জনে।

চার, অনুজ রাওয়ত ও বিরাট কোহলীর ৮০ রানের জুটি।

পাঁচ, ১৫তম ওভারের প্রথম বলে বিরাট কোহলীর সহজ ক্যাচ ডিপ মিড উইকেটে ফেলে দেন ব্রেভিস। কোহলীর রান তখন ৩০।

আরও পড়ুন
Advertisement