shubman gill

Shubman Gill: স্কোর বোর্ড সচল রাখতে কী পরিকল্পনা ছিল, জানালেন শুভমন

শুভমন বলেছেন, ‘‘ওপেনার হিসেবে আমি গোটা ইনিংসেই ব্যাট করতে চাই। যাতে ইনিংসের শেষ দিকে বড় শটগুলো মারা সহজ হয়। নেটেও সে ভাবেই অনুশীলন করছি।’’

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ১৪:৫৮
শুভমন গিল।

শুভমন গিল। ছবি: আইপিএল

পঞ্জাব কিংসের বিরুদ্ধে অল্পের জন্য শতরান হাতছাড়া হয়েছে শুভমন গিলের। তাঁর ৯৬ রানের অনবদ্য ইনিংসই গুজরাত টাইটান্সের জয়ের ভিত গড়ে দেয় শুক্রবার। দলের জয়ে ভূমিকা রাখতে পেরে খুশি প্রাক্তন নাইট।

প্রথম টি-টোয়েন্টি শতরান হাতছাড়া হওয়ার তেমন আক্ষেপ নেই। নিজের ইনিংসে খুশি ২২ বছরের ব্যাটার। ১৯০ রান তাড়া করতে নেমে ডট বল না দেওয়াই প্রথম লক্ষ্য ছিল বলে জানিয়েছেন শুভমন। তিনি বলেছেন, ‘‘স্কোর বোর্ড সচল রাখতে চেয়েছিলাম। আউট ফিল্ডে যে ফাঁকগুলো ছিল (ফিল্ডারদের মাঝে) সেই জায়গাগুলো দিয়ে দ্রুত বল পাঠানোর চেষ্টা করেছি। ভাবনা বাস্তবায়িত করাই আসল।’’ তিনি আরও বলেছেন, ‘‘এটা তেমন একটা দিন, যে দিন আমি ভাল ভাবে বল মারতে পেরেছি এবং ফাঁকগুলো খুঁজে পেয়েছি। জোরে বল মারার চেষ্টা করেছি। আমার পক্ষে যতটা জোরে মারা সম্ভব, ততটাই জোরে বল মারতে চেয়েছিলাম।’’

ওপেনারের বাড়তি দায়িত্ব থাকে বলে মনে করেন শুভমন। একটা ভাল শুরু দলের ইনিংসকে আত্মবিশ্বাস দেয়। শুভমন বলেছেন, ‘‘ওপেনার হিসেবে আমি গোটা ইনিংসেই ব্যাট করতে চাই। যাতে ইনিংসের শেষ দিকে বড় শটগুলো মারা সহজ হয়। ডট বল যতটা কমানো যায় সেই চেষ্টা করি। নেটে সে ভাবেই অনুশীলন করছি।’’

Advertisement

আইপিএলের শুরুতে চেনা ছন্দে ছিলেন না শুভমন। নেটে প্রতি বলে রান করার চেষ্টাই তাঁকে রানে ফিরিয়েছে বলে মনে করেন গুজরাতের এই ব্যাটার।

আরও পড়ুন
Advertisement