Krunal Pandya

IPL 2022: শীর্ষে ওঠার দৌড়ে আজ দ্বৈরথ হার্দিক-ক্রুণালের

ব্যাটারদের মধ্যে অধিনায়ক রাহুল তো ছন্দে আছেনই, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ফর্মে ফিরে এসেছেন আর এক ওপেনিং ব্যাটার কুইন্টন ডি’ককও।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ মে ২০২২ ০৮:১৮
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

দু’টো দলের মধ্যে বেশ কয়েকটা মিল দেখা যাচ্ছে। দু’টো দলেরই এ বার প্রথম আইপিএল। দু’টো দলই এগারোটা ম্যাচ খেলে আটটায় জিতেছে। দু’টো দলই প্রায় পৌঁছে গিয়েছে প্লে-অফে। আজ, মঙ্গলবার পরস্পরের মুখোমুখি হচ্ছে সেই দু’দল— লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাত টাইটান্স। এই ম্যাচে যে জিতবে, প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করবে তারা।

তবে দু’টো দলের মধ্যে অমিলও আছে। পর পর দু’টো ম্যাচ জিতে ছন্দে আছে কে এল রাহুলের লখনউ। অন্য দিকে, পর পর দু’টো ম্যাচ হেরে কিছুটা ধাক্কা খেয়েছে হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্স। এই ম্যাচে দেখা যাবে দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতাও। হার্দিক বনাম ক্রুণাল। যা একটা বাড়তি আকর্ষণ এনে দিচ্ছে এই দ্বৈরথকে।

Advertisement

কলকাতাকে হারানোর পরে লখনউ ড্রেসিংরুমে দলীয় ঐক্যের প্রশংসা করে বক্তব্য রেখেছিলেন লখউয়ের স্পিন বোলিং কোচ নরেন্দ্র হিরওয়ানি। গণমাধ্যমে তুলে ধরা লখনউয়ের একটি ভিডিয়োয় দেখা গিয়েছে দলের ক্রিকেটারদের উদ্দেশে ভারতের প্রাক্তন লেগস্পিনার বলছেন, ‘‘আমাদের দলে একটা জিনিস আমি খুব বেশি দেখতে পাচ্ছি। একাত্মবোধ। সবাই সবার সাফল্য উপভোগ করছে। সবাই যদি নিজের কথা ভাবত, তা হলে চাপে পড়ে যেত। কিন্তু যে হেতু সবাই দলের কথা ভাবছে, তাই খোলা মনে খেলতে পারছে।’’

লখনউয়ের সবচেয়ে বড় সুবিধে, দলের ভারসাম্য। ব্যাটাররা যেমন ছন্দে আছেন, বোলাররাও সাফল্যের মুখ দেখছেন। অলরাউন্ডার জেসন হোল্ডার এবং ক্রুণাল পাণ্ড্য উপযুক্ত ভারসাম্য এনে দিয়েছেন দলে। মহসিন খানের মতো তরুণ ফাস্ট বোলার চমকপ্রদ ভাবে উঠে এসেছেন। সঙ্গে আছেন আবেশ খান এবং দুষ্মন্ত চামিরার মতো পেসার।

ব্যাটারদের মধ্যে অধিনায়ক রাহুল তো ছন্দে আছেনই, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ফর্মে ফিরে এসেছেন আর এক ওপেনিং ব্যাটার কুইন্টন ডি’ককও।

Advertisement
আরও পড়ুন