Eden Gardens

Eden Gardens: কাচ ভাঙল ইডেনের, ঝড়ে উড়ে গেল মাঠের একাংশের ত্রিপল

শনিবারের কালবৈশাখীতে কিছুটা হলেও ক্ষতি হল ইডেনের। তবে সিএবি কর্তারা আশাবাদী, আইপিএলের ম্যাচের আগে সব ঠিক হয়ে যাবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০২২ ২০:৩১
ইডেনের প্রেসবক্সে কাচ ভেঙে পড়ে রয়েছে।

ইডেনের প্রেসবক্সে কাচ ভেঙে পড়ে রয়েছে। নিজস্ব চিত্র

ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে আগে থেকেই ইডেনের মাঠ সম্পূর্ণ ঢেকে রেখেছিলেন সিএবি কর্তারা। কিন্তু কালবৈশাখীর দাপটে উড়ে যায় ঢেকে রাখা অংশের অনেকটাই। ভেঙে গিয়েছে প্রেস বক্সের তিনটি কাচও।

আগে থেকেই ঢেকে রাখায় উইকেটের কোনও ক্ষতি হয়নি। শনিবার ইডেনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃষ্টি মাথায় নিয়েও ইডেনে আসেন তিনি।

Advertisement

আইপিএলের প্লে-অফের আগে প্রস্তুতিতে কোনও রকম ফাঁক রাখতে রাজি নয় সিএবি। বাংলার ক্রিকেট সংস্থার প্রধান অভিষেক ডালমিয়া বললেন, ‘‘ম্যাচের এখনও কয়েক দিন বাকি রয়েছে। এই ঝড়ের কারণে ম্যাচে কোনও প্রভাব পড়ার কথা নয়।’’সন্ধে ৬টা নাগাদ ইডেনে আসেন সৌরভ। ঘুরে দেখেন প্রস্তুতি। সোমবার ফের ইডেন পরিদর্শনে আসবেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement