ভাল ব্যাট করলেন হার্দিক ছবি: আইপিএল
সাত উইকেটে রাজস্থানকে হারাল গুজরাত।
যুজবেন্দ্র চহালের বলে আউট হার্দিক পাণ্ড্য়।
১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৪ রান করেছে গুজরাত।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
ট্রেন্ট বোল্টের বলে আউট হয়ে গেলেন ম্য়াথু ওয়েড।
৫ রান করে আউট হয়ে গেলেন ঋদ্ধিমান সাহা।
২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রানে শেষ হল রাজস্থানের ইনিংস। আইপিএল জিততে ১৩১ রান করতে হবে গুজরাতকে।
সাই কিশোরের বলে আউট হয়ে গেলেন ট্রেন্ট বোল্ট। সপ্তম উইকেট পড়ল রাজস্থানের।
সাই কিশোরের বলে সাজঘরে ফিরলেন রবিচন্দ্রন অশ্বিন।
ফাইনালে দুরন্ত বল করলেন হার্দিক। শিমরন হেটমেয়ারকেও আউট করলেন তিনি।
৩৯ রান করে আউট বাটলার। রাজস্থানকে বড় ধাক্কা দিলেন হার্দিক পাণ্ড্য।
২ রান করে রশিদ খানের বলে আউট হয়ে গেলেন দেবদত্ত পাড়িক্কল।
ভাল খেলছেন জস বাটলার। ১০ ওভার শেষে রাজস্থানের রান ২ উইকেটের বিনিময়ে ৭১।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
অধিনায়ক ফেরালেন অধিনায়ককে। হার্দিক পাণ্ড্য়র বলে আউট হলেন সঞ্জু স্যামসন। ১৪ রান করে ফিরলেন সঞ্জু।
প্রথম ৬ ওভার শেষে রাজস্থানের রান ১ উইকেটের বিনিময়ে ৪৪। ক্রিজে রয়েছেন জস বাটলার ও সঞ্জু স্যামসন।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
২২ রান করে যশ দয়ালের বলে আউট হয়ে গেলেন যশস্বী।
তিন ওভারে রাজস্থানের রান বিনা উইকেটে ২১।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।