IPL 2023

গুরবাজের সঙ্গে বাগ্‌যুদ্ধ হার্দিকের, কী হয়েছিল কলকাতা-গুজরাত ম্যাচে?

ইডেনে আইপিএলের কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাত টাইটান্স ম্যাচ শেষ হয়েছে শান্তিপূর্ণ ভাবে। তবে এই ম্যাচেই তৈরি হয়েছিল উত্তপ্ত পরিস্থিতি। বাগ্‌যুদ্ধে জড়ান দুই ক্রিকেটার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ ১২:৩৯
picture of Hardik Pandya

ইডেনে কেকেআরের গুরবাজের সঙ্গে ঝামেলায় জড়ান গুজরাত অধিনায়ক হার্দিক। ছবি: আইপিএল।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত খেলেছেন রহমানুল্লা গুরবাজ। আফগান উইকেটরক্ষক-ব্যাটারের ইনিংস কলকাতা নাইট রাইডার্সকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয় ইডেনে। সেই গুরবাজের সঙ্গেই ম্যাচের মাঝে বাগ্‌যুদ্ধে জড়ান গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্য।

ঘটনাটি কেকেআরের ইনিংসের ১৩তম ওভারের। বোলার ছিলেন হার্দিক। তাঁর প্রথম বলেই বিশাল ছয় মারেন গুরবাজ। প্রতিপক্ষ দলের অধিনায়কের বল মাঠের বাইরে পাঠানোর পর তাঁর উদ্দেশ্যে কিছু বলতে দেখা যায় গুরবাজকে। তাতে মেজাজ গরম হয়ে যায় ভারতীয় অলরাউন্ডারের। দু’জনে বাগ্‌যুদ্ধে জড়ান।

Advertisement

ওভারের দ্বিতীয় বলে ১ রান নিয়ে গুরবাজ ২২ গজের নন স্ট্রাইকার প্রান্তে এলে প্রতিবাদ করেন হার্দিক। উত্তেজিত গুজরাত অধিনায়ককে দেখা যায় কেকেআরের ওপেনিং ব্যাটারকে সতর্ক করে দিতে। হার্দিকের মাথা ঠান্ডা করার চেষ্টা করতে দেখা যায় গুরবাজকে। যদিও পরের বল করার জন্য রান আপের প্রান্তে ফিরে যাওয়ার সময় আবার ঘুরে গুরবাজের উপর ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় হার্দিককে। গুজরাত অধিনায়ককে বেশ উত্তেজিত দেখালেও গুরবাজের মুখে ছিল হাসি। তাঁদের বাগ্‌যুদ্ধের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

জল অবশ্য বেশি দূর গড়ায়নি। আম্পায়ারের হস্তক্ষেপে আবার শুরু হয় খেলা। হার্দিক অবশ্য গুরবাজের আগ্রাসী ইনিংস ইডেনে থামাতে পারেননি। শেষ পর্যন্ত ৩৯ বলে ৮১ রান করেন তিনি। নিজের দেশের তরুণ স্পিনার নুর আহমেদের বলে জাতীয় দলের অধিনায়ক রশিদ খানের হাতে ক্যাচ দিয়ে আউট হন গুরবাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement