IPL 2024

পন্থকে দেখে ‘অনুপ্রাণিত’ হার্দিক! সতীর্থদের মন জিততে কী করলেন মুম্বই অধিনায়ক

আইপিএলে প্রত্যাশিত ছন্দে খেলতে পারছে না পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক নিজেও চেনা ফর্মে নেই। প্রশ্ন উঠছে তাঁর নেতৃত্ব নিয়ে। দলে তাঁর জনপ্রিয়তাও নাকি তলানিতে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১২:৫৬
picture of Hardik Pandya

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

দলের মধ্যে নাকি অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য। তাঁর বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করতে শুরু করেছেন সতীর্থেরা। এই পরিস্থিতিতে সতীর্থদের মন জিততে নতুন কৌশল নিলেন হার্দিক।

Advertisement

দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থকে দেখে সম্ভবত অনুপ্রাণিত হয়েছেন হার্দিক। শুক্রবার সকালে আইপিএলের দিল্লি ফ্র্যাঞ্চাইজ়ি একটি ভিডিয়ো সমাজমাধ্যমে দিয়েছিল। তাতে অধিনায়ক ঋষভকে দেখা গিয়েছিল কোচ, সতীর্থদের বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে। সতীর্থদের মন জিততে মুম্বই অধিনায়ক হার্দিক সেই পথ অনুসরণ করেছেন। শুক্রবার রাতে মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ সমাজমাধ্যমে হার্দিকের একটি ভিডিয়ো ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তাতে দেখা যাচ্ছে, বিমানবন্দরে হার্দিক সামলাচ্ছেন পীযূষ চাওলার ছেলে আদ্ভিককে। একটি বল নিয়ে চাওলার ছেলের সঙ্গে খেলছেন তিনি। অর্থাৎ ,হার্দিকও বাচ্চা সামলাচ্ছেন পন্থের মতো। ভিডিয়োর সঙ্গে মুম্বই কর্তৃপক্ষ লিখেছেন, ‘‘দেখুন বিমানবন্দরে হার্দিক এবং আদ্ভিক কী ভাবে সময় কাটাচ্ছে।’’

এ বারের আইপিএলে প্রত্যাশিত ছন্দে খেলতে পারছে না পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক নিজেও চেনা ফর্মে নেই। প্রশ্ন উঠেছে তাঁর নেতৃত্ব নিয়েও। এমন পরিস্থিতিতে সতীর্থের বাচ্চাকে সামলে হার্দিক হয়তো দলের পরিবেশ হালকা করতে চাইছেন। সতীর্থদের মন জিততে চাইছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement