সৌরভদের দলে নতুন ক্রিকেটার। —ফাইল চিত্র
চোটের কারণে কমলেশ নাগারকোটি খেলতে পারবেন না। তাঁর জায়গায় নতুন ক্রিকেটার নিল দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে জয়ে ফিরেছে তারা। প্রথম পাঁচটি ম্যাচে হারের পর প্রথম জয় পেয়েছে দিল্লি। তার পরেই দলে এলেন প্রিয়ম গর্গ। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন তিনি।
পেসার নাগারকোটির জায়গায় দলে আসা প্রিয়ম ব্যাটার। তিনি মিডল অর্ডারে খেলেন। প্রয়োজন ওপেনও করতে পারেন। সে ক্ষেত্রে বার বার ব্যর্থ হওয়া পৃথ্বী শয়ের জায়গায় ওপেন করতে পারেন প্রিয়ম। দিল্লির তরফে বলা হয়েছে, “উত্তরপ্রদেশের ব্যাটার প্রিয়ম গর্গকে ২০ লক্ষ টাকা দিয়ে নিয়েছে দিল্লি। নাগারকোটির জায়গায় আনা হয়েছে তাঁকে। ২০২০ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন তিনি। এখনও পর্যন্ত আইপিএলে ১৪টি ম্যাচ খেলেছেন প্রিয়ম।”
🚨 ANNOUNCEMENT 🚨
— Delhi Capitals (@DelhiCapitals) April 23, 2023
Former U-19 skipper Priyam Garg will be Kamlesh Nagarkoti's replacement for the TATA IPL 2023.
Welcome to the DC family, Priyam 🙌#YehHaiNayiDilli pic.twitter.com/UUHChs9TXw
তিন বছর আগে ১ কোটি ৯০ লক্ষ টাকা দিয়ে প্রিয়মকে কিনেছিল হায়দরাবাদ। প্রথম বছরে ২৫১ রান করেন তিনি। একটি অর্ধশতরানও করেছিলেন প্রিয়ম। ২২ বছরের তরুণ ব্যাটার ভারতের অনূর্ধ্ব-২৩ দলেও খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে তিনি করেছেন ১৬৩৯ রান। চারটি শতরানও রয়েছে তাঁর। লিস্ট এ ক্রিকেটে ৩৬ ম্যাচে ১১৫৩ রান রয়েছে তাঁর। এমন এক জন ক্রিকেটারকে দলে নিয়ে নিজেদের ব্যাটিং শক্তি আরও বাড়িয়ে নিল দিল্লি।