সতীর্থদের সঙ্গে উল্লাস স্টার্কের। ছবি: আইপিএল
মুম্বইয়ের মাটিতে আবার জিতল কেকেআর। শুক্রবার তারা ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয় পেল ২৪ রানে। টসে হেরেও জিতে গেল কেকেআর। শ্রেয়স আয়ারের দলের জয়ের পাঁচ কারণ খুঁজল আনন্দবাজার অনলাইন।
১) কেকেআরের ষষ্ঠ উইকেটের জুটি
মুম্বইয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাত্র ৫৭ রানে পাঁচ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল কেকেআর। সেখান থেকে ঘুরে দাঁড়ায় বেঙ্কটেশ আয়ার এবং মণীশ পাণ্ডে জুটির সৌজন্যে। ওই জুটিই কেকেআরকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়। ষষ্ঠ উইকেটে ৮৩ রানের জুটি গড়েন দুই ক্রিকেটার।
২) দুই স্পিনারের বোলিং
কেকেআরের দুই স্পিনারের বোলিং পার্থক্য গড়ে দিল। সুনীল নারাইন এবং বরুণ চক্রবর্তী দু’জনে চার ওভারে ২২ রান দিয়ে দু’টি করে উইকেট নিয়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার পাশাপাশি রান দেওয়ার ক্ষেত্রেও কার্পণ্য দেখিয়েছেন।
৩) পাওয়ার প্লে-তে মুম্বইয়ের তিন উইকেট
কম রানের পুঁজি থাকলে শুরুতে বিপক্ষকে ধাক্কা দেওয়া দরকারি। সেটাই করলেন কেকেআরের বোলারেরা। ছ’ওভারে মাত্র ৪৬ রান তুলতে পেরেছিল মুম্বই। হারিয়েছিল ঈশান কিশন, নমন ধীর এবং রোহিত শর্মাকে। তিনটি উইকেট তাদের বেশ নড়বড়ে করে দেয়। ফলে পরের দিকের ব্যাটারেরা সাহসের সঙ্গে খেলতে পারেননি।
৪) রাসেলের সূর্যকে আউট করা
হার্দিক পাণ্ড্য আউট হওয়ার পর এক সময় সূর্যকুমার যাদব ও টিম ডেভিড ম্যাচ বার করে দেওয়ার পরিস্থিতি তৈরি করেছিলেন। আন্দ্রে রাসেলের ওভারে সূর্যের ব্যাটের কানায় লেগে বল উপরে উঠে যায়। সেই ক্যাচ একক দক্ষতায় ধরেন ফিল সল্ট। ওটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
৫) ইমপ্যাক্ট প্লেয়ার মণীশকে ঠিক সময়ে নামানো
দীর্ঘ দিন পরে কেকেআরের একটা ইমপ্যাক্ট প্লেয়ার সত্যিকারের ‘ইমপ্যাক্ট’ বা প্রভাব ফেললেন। কেকেআর শুরুর দিকে একের পর এক উইকেট হারানোর নামিয়ে দেওয়া হয়েছিল মণীশ পাণ্ডেকে। এ বারের আইপিএলে প্রথম বার খেলতে নেমেই নজর কাড়লেন। ৩১ বলে তাঁর ৪২ রানের ইনিংস দলকে মজবুত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়।