IPL 2024

কেকেআরের প্রথম একাদশে চমক, দুই ক্রিকেটারের অভিষেক, কোন চার বিদেশি জায়গা পেলেন দলে?

খেলা শুরুর ৩০ মিনিট আগেই প্রথম একাদশ জানিয়ে দিল কেকেআর। দলে রয়েছে একাধিক চমক। আইপিএলে কলকাতার হয়ে অভিষেক হচ্ছে দু’জনের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ১৯:২৭
picture of Gautam Gambhir

গৌতম গম্ভীর। ছবি: আইপিএল।

আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের প্রথম প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ইডেন গার্ডেন্সে খেলা শুরুর ৩০ মিনিট আগেই প্রথম একাদশ জানিয়ে দিলেন গৌতম গম্ভীরেরা। কেকেআরের প্রথম একাদশে রয়েছে একাধিক চমক।

Advertisement

প্রত্যাশা মতোই দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আয়ার। এ দিন কেকেআরের হয়ে আইপিএলে অভিষেক হচ্ছে দুই বিদেশি ক্রিকেটারের। তাঁরা হলেন মিচেল স্টার্ক এবং ফিল সল্ট। খেলা শুরুর আগে টিম হার্ডলে দুই ক্রিকেটারের হাতে তুলে দেওয়া হয় বেগনি টুপি।

আইপিএলের সরকারি ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী কেকেআরের প্রথম একাদশে রয়েছেন শ্রেয়স আয়ার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটরক্ষক), বেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিংহ, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, রমনদীপ সিংহ, মিচেল স্টার্ক, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামতে পারেন সুয়ষ শর্মা।

Advertisement
আরও পড়ুন