বিরাট কোহলিদের বিরুদ্ধে শতরান করেছেন গুজরাত টাইটান্সের ব্যাটার শুভমন গিল। —ফাইল চিত্র
আইপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে শতরান করে আরসিবিকে হারিয়েছেন গুজরাত টাইটান্সের ব্যাটার শুভমন গিল। এক দিল্লিওয়ালা বিরাট কোহলির দলকে হারিয়েছেন আরও এক দিল্লিওয়ালা শুভমন। আর তার পরেই শুভমনের বোনকে হেনস্থা করা হয়েছে। এই ঘটনায় কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে দিল্লি মহিলা কমিশন।
শুভমনের বোনকে সমাজমাধ্যমে হেনস্থা করেছেন কয়েক জন। এই ঘটনার পরে দিল্লি মহিলা কমিশনে অভিযোগ করে শুভমনের পরিবার। অভিযোগ পেয়ে দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল বলেছেন, ‘‘শুভমনের বোনকে হেনস্থার ঘটনা খুবই দুঃখজনক। শুধু একটা খেলার উপর নির্ভর করে কাউকে এ ভাবে হেনস্থা করা যায় না। এর আগে বিরাট কোহলির ছোট্ট মেয়েকেও হেনস্থা করা হয়েছিল। তখনও আমরা পদক্ষেপ করেছিলাম। এ বারও করব। এই ধরনের ঘটনা বরদাস্ত করব না।’’
আইপিএলে ১৪টি ম্যাচ খেলে ৬৮০ রান করেছেন শুভমন। কমলা টুপির দৌড়ে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তাঁর সামনে রয়েছেন শুধু আরসিবির অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। তিনি ১৪টি ম্যাচে করেছেন ৭৩০ রান। আরসিবি রবিবার গুজরাতের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ায় শুভমনের কমলা টুপি জেতার সম্ভাবনা বেড়েছে।
নিজের ব্যাটিং নিয়ে শুভমন বলেছেন, ‘‘ভাল ছন্দে রয়েছি। ভাল শুরুর পর বড় ইনিংসে পরিণত করা গুরুত্বপূর্ণ। আইপিএলের প্রথমার্ধে বড় ইনিংস খেলতে পারছিলাম না। ৪০ বা ৫০ রান করে আউট হচ্ছিলাম। ভাগ্য ভাল শেষ দিকে বেশি কার্যকরী ইনিংস খেলতে পারছি। টি-টোয়েন্টি ক্রিকেটে শট নিতেই হবে। ধরে খেলার সুযোগ নেই। চেষ্টা করতে হবে এবং নিজেকে প্রয়োগ করতে হবে। নিজের উপর বিশ্বাস রাখাও দরকার।’’
মঙ্গলবার কোয়ালিফায়ারে গুজরাতের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনির দলের বিরুদ্ধে হার্দিকদের খেলতে হবে চেন্নাইয়ের মাঠে। এখন থেকেই সেই ম্যাচে নামতে তৈরি শুভমন। তিনি বলেছেন, ‘‘মনে হচ্ছে খুব উত্তেজক ম্যাচ হবে। চেন্নাইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের মাঠে খেলা। ওখানকার উইকেটে দারুণ কার্যকর বোলিং আক্রমণ রয়েছে আমাদের। আশা করছি আমরা টানা দ্বিতীয় বার আইপিএল ফাইনাল খেলতে পারব।’’