এ বারের আইপিএলে ভাল ছন্দে নেই দিল্লি ক্যাপিটালস। হার্দিকদের সামনে কঠিন লড়াই সৌরভদের। —ফাইল চিত্র
এক দিকে জয়ের হ্যাটট্রিক করে খেলতে নামছে গুজরাত টাইটান্স। অন্য দিকে আগের ম্যাচে হেরেছে দিল্লি ক্যাপিটালস। একটা দল তেল দেওয়া গাড়ির মতো দৌড়চ্ছে। অন্য দলটি ক্রমাগত হোঁচট খেয়েই চলেছে। আইপিএলে মঙ্গলবার ফার্স্ট বয় গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কঠিন লড়াই লাস্ট বয় দিল্লি ক্যাপিটালসের।
এ বারের আইপিএলেও দারুণ ছন্দে গুজরাত। আগের ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেছেন হার্দিক পাণ্ড্যরা। ৮ ম্যাচের মধ্যে ৬টিতে জিতে পয়েন্ট তালিকায় সবার উপরে গুজরাত। তাদের পয়েন্ট ১২।
অন্য দিকে ৮ ম্যাচে ৬টিতে হেরেছে দিল্লি। টানা পাঁচ ম্যাচে হারের পরে দু’টি ম্যাচ জিতেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়রা। কিন্তু তার পরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আবার হারতে হয়েছে দিল্লিকে। মাত্র ৪ পয়েন্ট নিয়ে তালিকায় ১০ নম্বরে রাজধানীর দল।
মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলতে নামবে দু’দল। খুব ভাল ছন্দে রয়েছে গুজরাত। দলের সব ক্রিকেটারই ভাল খেলছেন। অন্য দিকে দিল্লি এখনও ছন্দ খুঁজে চলেছে। তাই লড়াইটা সহজ হবে না দিল্লির। গুজরাতকে হারাতে হলে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে তাদের।