আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র
কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা অভিযোগ করেছিলেন, এই মরসুমে ইডেন গার্ডেন্সে ঘরের মাঠের সুবিধা পাননি তাঁরা। সেই একই সুর এ বার শোনা গেল দিল্লি ক্যাপিটালসের মুখেও। অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ নিয়ে সন্তুষ্ট নন সৌরভ গঙ্গোপাধ্যায়রা। তাঁদের অভিযোগ, পিচের চরিত্র বদলের ফলে সমস্যায় পড়েছেন তাঁরা।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শনিবার ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নামবে দিল্লি। তার আগে দলের সহকারী কোচ শেন ওয়াটসন বলেছেন, ‘‘সত্যি বলতে, দিল্লির মাঠের পিচ খুব একটা ভাল নয়। যদি টপ অর্ডারে বেশ কয়েক জন ভারতীয় ব্যাটার থাকত তা হলে হয়তো এই পিচে খেলতে সুবিধা হত। কিন্তু আমাদের দল তো সে রকম নয়। তাই সমস্যা হয়েছে।’’
ধর্মশালায় পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২১৩ রান করেছে দিল্লি। এটাই এই মরসুমে তাঁদের সর্বাধিক রান। কিন্তু ঘরের মাঠে ভাল রান করতে পারেনি তারা। ধর্মশালার উদাহরণ টেনে ওয়াটসন বলেছেন, ‘‘ধর্মশালার উইকেটে বল ব্যাটে ভাল আসছিল। সেই কারণে আমাদের ব্যাটাররা ভাল খেলতে পেরেছে। টপ অর্ডার রান পেয়েছে। ওটাই আমাদের শক্তি। কিন্তু দিল্লির উইকেটে একদম ঘাস নেই। ফলে স্পিন বেশি কাজ করছে। এই পিচে আমাদের ব্যাটিং অর্ডার ভেঙে পড়ছে। আমরা অন্যান্য দলের মতো ঘরের মাঠের সুবিধা পাইনি। আশা করছি পরের বার পছন্দের উইকেট পাব।’’
দিল্লির এই অভিযোগ মানতে নারাজ দিল্লি ক্রিকেট সংস্থা। তাদের এক আধিকারিক বলেছেন, ‘‘আমাদের বোর্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, ফ্র্যাঞ্চাইজির কথা না শুনে নিজেদের মতো পিচ বানাতে। গরম বাড়ায় পিচে ঘাস কম। ২০১৯ সালের উইকেট এর থেকেও কঠিন ছিল। সে বার ১৩৫-১৪০ রানের বেশি হয়নি। সে বার তো কেউ অভিযোগ করেনি।’’