IPL 2024

আউট হয়েও ক্রিকেটপ্রেমীদের মন জিতলেন রাসেল! কী করলেন কেকেআর অলরাউন্ডার?

এ বার পুরনো ফর্মে দেখা যাচ্ছে রাসেলকে। দিল্লির বিরুদ্ধেও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। বুধবার ব্যাটিংয়ের পাশাপাশি, আউট হয়েও মন জিতলেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ ২২:৫৭
picture of Andre Russell

আন্দ্রে রাসেল। —ফাইল চিত্র।

গত বছর আইপিএলে ফর্মে ছিলেন না। এ বার আবার এ বারের আইপিএলে পুরনো ফর্মে দেখা যাচ্ছে আন্দ্রে রাসেলকে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও ব্যাট হাতে জ্বলে উঠলেন তিনি। একই সঙ্গে ক্রিকেটপ্রেমীদের মন জয় করলেন খেলোয়াড়সুলভ মনোভাবের পরিচয় দিয়েও।

Advertisement

প্রথম ম্যাচের পর বুধবার দিল্লির বিরুদ্ধে তৃতীয় ম্যাচেও আগ্রাসী মেজাজে ব্যাট করলেন ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডার। এ দিন ১৯ বলে ৪১ রানের ইনিংস খেলার পর কেকেআরের ইনিংসের শেষ ওভারে ইশান্ত শর্মার একটি অনবদ্য ইয়র্কারে আউট হন তিনি। ইশান্তের বল সামলাতে না পেরে পিচের উপর প্রায় মুখ থুবড়ে পড়ে যান রাসেল।

প্রথম দিকে মার খাওয়ায় ইশান্তকে আক্রমণ থেকে সরিয়ে নিয়েছিলেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। শেষ ওভারে আবার ইশান্তকে ফিরিয়ে আনেন। অভিজ্ঞ জোরে বোলার ২০তম ওভারের প্রথম ওভারেই অনবদ্য ইয়র্কার করেন। যার কোনও জবাব দিতে পারেনি রাসেল। সম্পূর্ণ পরাস্ত কেকেআর অলরাউন্ডার সাজঘরে ফিরে যাওয়ার সময় হাততালি দিয়ে ইশান্তের বোলিংয়ের প্রশংসা করেন। রাসেলের খেলোয়াড়সুলভ এই আচরণের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

এ দিন রাসেল নিজের ইনিংসটি সাজান ৪টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে। শেষ দিকে তাঁর আগ্রাসী ইনিংসের সুবাদে কেকেআর ২৫০ রান টপকে যায়। গত মরসুমে ফর্মে না থাকা রাসেল এ বার প্রতিযোগিতার শুরু থেকেই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন।

আরও পড়ুন
Advertisement