IPL 2021

সিএসকে-র অনুশীলনে নবাগত বোলারের বলে ছিটকে গেল ধোনির স্টাম্প, দেখুন ভিডিয়ো

আসন্ন আইপিএলের জন্য প্রথম দল হিসেবে প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২১ ১৫:৫২
অনুশীলনে উড়ে গেল ধোনির স্টাম্প।

অনুশীলনে উড়ে গেল ধোনির স্টাম্প। ছবি টুইটার

আসন্ন আইপিএলের জন্য প্রথম দল হিসেবে প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। আর শুরু থেকেই সেই শিবিরের সঙ্গে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু অনুশীলনে হঠাৎই ঘটল ছন্দপতন, যা দেখে অবাক হয়ে গেলেন অনেকে। নবাগত এক জোরে বোলারের বলে স্টাম্প ছিটকে গেল ধোনির।

সম্প্রতি নেটমাধ্যমে এক সমর্থক ভিডিয়ো প্রকাশ করেছেন। দেখা যাচ্ছে, হরিশঙ্কর রেড্ডির বলে সম্পূর্ণ পরাস্ত হয়েছেন ধোনি। তাঁর তৃতীয় উইকেট কয়েক পাক খেয়ে ছিটকে পড়ছে। ধোনি নিজেও বিহ্বল হয়ে গিয়েছেন এই ঘটনা দেখে।

Advertisement

অন্ধ্রপ্রদেশের পেসার হরিশঙ্করকে এ বারই নিলামে তাঁর প্রাথমিক মূল্য ২০ লক্ষ টাকায় কিনেছে সিএসকে। রাজ্য দলের হয়ে পাঁচটি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। পাশাপাশি ১৩টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন।

এ বার দলে অভিজ্ঞ মুখের জায়গায় তারুণ্যকে প্রাধান্য দিয়েছে সিএসকে। এখন দেখার, ছন্দ ধরে রাখলে প্রথম একাদশের দরজা হরিশঙ্করের সামনে খুলে যায় কিনা।

Advertisement
আরও পড়ুন