Archery World Cup

তিরন্দাজিতে বিশ্বজয়ের হ্যাটট্রিক, ইতিহাস ভারতের মহিলা কম্পাউন্ড দলের

এপ্রিল মাসে প্রথম পর্যায় এবং মে মাসে দ্বিতীয় পর্যায়ের বিশ্বকাপে মহিলাদের কম্পাউন্ড দলগত ইভেন্টে সোনা জিতেছিল ভারত। তুরস্কে তৃতীয় পর্যায়ের বিশ্বকাপেও অন্যথা হল না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ১৮:১০
Picture of Archery

ইতিহাস গড়া ভারতের মহিলা তিরন্দাজ দল। ছবি: এক্স (টুইটার)।

তিরন্দাজি বিশ্বকাপে আবার সোনা জিতল ভারতের মহিলা কম্পাউন্ড দল। শনিবার ফাইনালে এস্তোনিয়াকে ২৩২-২২৯ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই নিয়ে টানা তৃতীয় বার সোনা জিতে বিশ্বজয়ের হ্যাটট্রিক করল ভারত। ভারতীয় তিরন্দাজিতে তৈরি হল নতুন ইতিহাস।

Advertisement

জ্যোতি সুরেখা ভেনাম, অদিতি স্বামী এবং পরনীত কউরদের থামানো যাচ্ছে না আন্তর্জাতিক মঞ্চে। গত এপ্রিল মাসে চিনে প্রথম পর্যায়ের এবং মে মাসে দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় পর্যায়ের বিশ্বকাপেও সোনা জিতেছিল ভারতের মহিলা কম্পাউন্ড দল। বিশ্বের এক নম্বর দল হিসাবে তুরস্কে তৃতীয় পর্যায়ের বিশ্বকাপে নেমেছিলেন জ্যোতি, অদিতি, পরনীতেরা। প্রত্যাশা মতোই সোনা জিতে শেষ করলেন তাঁরা। প্রথম দু’রাউন্ডে এস্তোনিয়ার তিরন্দাজেরা কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেও লাভ হয়নি। তৃতীয় রাউন্ডে ভারতীয়দের নিখুঁত লক্ষ্যভেদের সামনে হার মানতে বাধ্য হন এস্তোনিয়ার তিরন্দাজেরা। এর আগে ভারতীয় তিরন্দাজিতে দলগত বা ব্যক্তিগত পর্যায় এমন নজির নেই।

তৃতীয় পর্যায়ের বিশ্বকাপ থেকে আরও পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের। পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে প্রিয়াংশের। ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের সেমিফাইনালে উঠেছেন ভারতের অঙ্কিতা ভকত এবং ধীরজ বোম্মাডেভারা। তাঁরাও পদক জিততে পারেন।

Advertisement
আরও পড়ুন