Asian Games

এশিয়াডে ভারতের ১০০ পদক, সোনা জিতে নিল ভারতের মহিলা কবাডি দল, ইতিহাস গড়ল দেশ

এশিয়ান গেমসে পদকের সেঞ্চুরি। মহিলা কবাডি দলের হাত ধরে সোনা জিতল ভারত। সেই সঙ্গে এ বারের এশিয়ান গেমসে ১০০টি পদক জিতে নিল তারা। আরও পদকের অপেক্ষায় ভারত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ ০৭:৫৭
kabaddi

সোনা জিতল ভারতের মহিলা কবাডি দল। ছবি: পিটিআই।

এশিয়ান গেমসে পদকের সেঞ্চুরি। মহিলা কবাডি দলের হাত ধরে সোনা জিতল ভারত। সেই সঙ্গে এ বারের এশিয়ান গেমসে ১০০টি পদক জিতে নিল তারা। আরও পদকের অপেক্ষায় ভারত।

Advertisement

শনিবার সকাল থেকেই একের পর এক পদক আসছে ভারতে। তিরন্দাজিতেই চারটি পদক জিতে নিয়েছিল তারা। কবাডিতে মেয়েদের দল জিততেই এ বারের এশিয়ান গেমসে ১০০টি পদক হয়ে গেল ভারতের। ম্যাচে লড়াই হল সমানে সমানে। মেয়েদের কবাডির ফাইনালে ভারত নেমেছিল চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে। সেই ম্যাচের ফল ভারতের পক্ষে ২৬-২৫।

শুরুতে ভারত কিছুটা এগিয়ে গেলেও শেষের দিকে তাইপেইয়ের মেয়েরা ম্যাচে ফিরে আসে। প্রথমার্ধে ভারত এগিয়ে ছিল ১৪-৯ পয়েন্টে। দ্বিতীয়ার্ধে তাইপেইয়ের মেয়েরা বেশি পয়েন্ট পেলেও প্রথমার্ধে এগিয়ে থাকার ফলে পদক জিতে নেয় ভারত।

gfx

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

শনিবার ভারতের ছেলেদের কবাডি দলের ফাইনালও আছে। সেই সঙ্গে ক্রিকেটেও ছেলেরা ফাইনালে উঠেছে। ফলে আরও কিছু পদক যে ভারত পাবে তা বলাই যায়।

এর আগে এশিয়ান গেমসে ভারতের সর্বাধিক পদক জয়ের নজির ছিল ২০১৮ সালে। সে বার ৭০টি পদক জিতেছিল ভারত। সেই রেকর্ড এ বারে অনেক আগেই ভেঙে গিয়েছিল। ভারতীয় ক্রীড়াপ্রেমীদের আশা ছিল, এ বারে ১০০টি পদক জিতে নেবেন দেশের ক্রীড়াবিদেরা। সেই স্বপ্ন সত্যি হল। ১০০ পদক জিতে নিল ভারত।

আরও পড়ুন
Advertisement