অর্জুন এরিগাইসি। ছবি: এক্স (টুইটার)।
বিশ্ব ক্রমতালিকায় দু’নম্বরে উঠে এলেন অর্জুন এরিগাইসি। চেন্নাইয়ের প্রতিযোগিতায় তৃতীয় রাউন্ডে বৃহস্পতিবার অ্যালেক্সি সারানাকে হারিয়ে ফিডে লাইভ ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতের এক নম্বর গ্র্যান্ড মাস্টার। তাঁর এলো রেটিং পয়েন্ট ২৮০৫.৮।
ক্রমতালিকায় আমেরিকার গ্র্যান্ডমাস্টার ফ্যাবিয়ানো কারুয়ানা এবং হিকারু মাকামুরাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অর্জুন। কারুয়ানার এলো রেটিং ২৮০৫ এবং হিকারুর এলো রেটিং ২৮০২। ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন ম্যাগনাস কার্লসেন। তাঁর এলো রেটিং ২৮৩১। নভেম্বরের শেষে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ফাইনালে ডিং লিরেনের মুখোমুখি হবে ভারতের ডি গুকেশ। তিনি এখন ক্রমতালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। তাঁর এলো রেটিং ২৭৮৩।
লাইভ ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসে খুশি অর্জুন। তিনি বলেছেন, ‘‘এই অনুভূতিটা দারুণ। তবে এটা খুব গুরুত্বপূর্ণ নয়। গত বছর যদি এটা হত, তা হলে আরও খুশি হতাম। এই মুহূর্তটা বেশ আবেগের। কিন্তু আবেগ নিয়ন্ত্রণ করে এগোতে হবে। শুধু বলব, আমি খুশি।’’
গত মাসেই অর্জুন বিশ্বের ১৬তম দাবাড়ু হিসাবে ২৮০০ এলো রেটিংয়ের মাইলফলক স্পর্শ করেছিলেন। যদিও শেষ পর্যন্ত ফিডের তালিকায় স্থান পাননি তিনি। কারণ মাসের শেষ পর্যন্ত ২৮০০ রেটিং পয়েন্ট ধরে রাখতে ব্যর্থ হন। এর আগে বিশ্ব ক্রমপর্যায় তৃতীয় স্থানে ছিলেন অর্জুন। তাই এ বারের দ্বিতীয় স্থানই এখন পর্যন্ত তাঁর সেরা।