অবিনেশ সাবলে। ছবি: পিটিআই।
এশিয়ান গেমসে সোনা জয় অবিনাশ সাবলের। ৩০০০ মিটার স্টিপলচেজ়ে সোনা জিতলেন তিনি। এ বারের এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সে প্রথম সোনা জিতল ভারত। ৮ মিনিট ১৯.৫০ সেকেন্ডে দৌড় শেষ করেন অবিনাশ। এশিয়ান গেমসে রেকর্ড গড়লেন তিনি।
অবিনাশ রবিবার হারিয়ে দিলেন জাপানের রিয়োমা আওকিকে। তিনি রুপো পেয়েছেন। ব্রোঞ্জও পেয়েছে জাপান। সেইয়া সুনাডা তৃতীয় হয়েছেন। তাঁদের অনেকটাই পিছনে ফেলে দেন ভারতের অবিনাশ। দ্বিতীয় জনের সঙ্গে প্রায় চার সেকেন্ডের তফাৎ ছিল তাঁর।
এশিয়ান গেমসে এর আগে স্টিপলচেজে রেকর্ড ছিল হোসেন কিহানি। ইরানের সেই দৌড়বিদ গত বারের এশিয়ান গেমসে ৮ মিনিট ২২.৭৯ সেকেন্ডে জিতেছিলেন। তিনি এ বারে সপ্তম স্থানে শেষ করেন। তাঁর সঙ্গে দৌড়েই হোসেনের রেকর্ড ভাঙলেন অবিনাশ।
২৯ বছরের অবিনাশের জন্ম মহারাষ্ট্রের মান্ডওয়াতে। ভারতীয় সেনার সদস্য তিনি। গত বছর কমনওয়েলথ গেমসে রুপো পেয়েছিলেন অবিনাশ। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে গত বছর রুপো পেয়েছিলেন তিনি। ২০১৮ সালে গোড়ালি ভেঙে গিয়েছিল অবিনাশের। সেই চোট সারিয়ে ফিরে এসে এশিয়ান গেমসে সোনা জিতলেন তিনি।