Asian Games

পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে দশম সোনা ভারতের, বদলার ম্যাচে জয় সৌরভদের

এশিয়ান গেমসের ১০ নম্বর সোনা এল ভারতের ঘরে। শনিবার ভারতের হয়ে দিনের দ্বিতীয় সোনাটি জিতলেন স্কোয়াশ খেলোয়াড়েরা। পুরুষদের দলগত ইভেন্টে পাকিস্তানকে হারিয়ে এল সোনা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২৮
picture of Sourav Ghosal

সৌরভ ঘোষাল। ছবি: টুইটার।

এশিয়ান গেমসে পুরুষদের দলগত স্কোয়াশ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতল ভারত। সোনার লড়াইয়ে সৌরভ ঘোষালেরা জিতলেন ২-১ ম্যাচের ব্যবধানে। একই সঙ্গে গ্রুপ পর্বে হারের মধুর প্রতিশোধ নিল ভারতীয় দল। পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় ছিনিয়ে নিলেন ভারতীয়রা।

Advertisement

প্রথম ম্যাচে পাকিস্তানের ইকবাল নাসিরের কাছে ০-৩ সেটে হেরে যান ভারতের মহেশ মানগাঁওকর। দ্বিতীয় ম্যাচ জিতে ভারতকে সমতায় ফেরান সৌরভ, তিনি ৩-০ সেটে হারান পাকিস্তানের আসিম মোহাম্মদ খানের বিরুদ্ধে। ১-১ অবস্থায় তৃতীয় ম্যাচে মুখোমুখি হন ভারতের অভয় সিংহ এবং পাকিস্তানের নুর জামান। টানটান ম্যাচে অভয় জেতেন ২-১ ব্যবধানে।

প্রথম ম্যাচে ২৯ মিনিটের লড়াইয়ে মানগাঁওকর হারেন ৮-১১, ৩-১১, ২-১১ ব্যবধানে। প্রথম সেটে দুই প্রতিপক্ষের মধ্যে তীব্র লড়াই হয়। প্রথম সেটে বার বার উত্তেজনা তৈরি হল। দুই খেলোয়াড় পরস্পরের বিরুদ্ধে বেশ কয়েক বার বাধা দেওয়ার অভিযোগ তুললেন। চড়া মেজাজের প্রথম সেটের পর দ্বিতীয় এবং তৃতীয় সেট এক তরফা ভাবে জিতে নেন নাসির।

০-১ অবস্থায় পিছিয়ে থাকা অবস্থায় ভারতকে সমতায় ফেরান সৌরভ। তিনি কার্যত আসিমকে উড়িয়ে দিয়ে প্রথম ম্যাচে হারের বদলা নেন। ভারতীয় স্কোয়াশের অন্যতম সেরা খেলোয়াড় ম্যাচ জেতেন ১১-৫, ১১-১, ১১-৩ ব্যবধানে। ৩০ মিনিটে ম্যাচ জিতে নেন সৌরভ।

১-১ অবস্থায় শুরু হয় তৃতীয় ম্যাচ। অভয় প্রথম সেট জিতে এগিয়ে যাওয়ার পরেও ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েন। চতুর্থ সেট জিতে সমতা ফেরান অভয়। শেষ পর্যন্ত তিনি ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে ভারতের দশম সোনা নিশ্চিত করেন। তিনি জেতেন ১১-৭, ৯-১১, ৮-১১, ১১-৯, ১২-১০ ব্যবধানে। দু’টি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে দুরন্ত জয় ছিনিয়ে নেন অভয়। দু’জনের লড়াই চলে ১ ঘণ্টা ৫ মিনিট।

এ বারের গেমসে প্রথম কোনও খেলার ফাইনালে শনিবার মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। তাতে শেষ হাসি হাসল ভারত। স্কোয়াশে দ্বিতীয় পদক জিতল ভারত। এর আগে মহিলাদের দলগত ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে ভারত।

গ্রাফিক: সৌভিক দেবনাথ।

আরও পড়ুন
Advertisement