Asian Games

বৃহস্পতিবার সোনা দিয়ে দিন শুরু ভারতের, এশিয়ান গেমসে দেশকে পদক দিলেন মেয়েরা

এশিয়ান গেমসের দ্বাদশ দিন সোনা দিয়ে শুরু করল ভারত। কমপাউন্ড তিরন্দাজিতে মহিলাদের দলগত বিভাগের ফাইনালে চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে এল জয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ০৯:৪৮
Picture of Archery

জ্যোতি সুরেখা। ছবি: সংগৃহীত।

কমপাউন্ড তিরন্দাজির মহিলাদের দলগত বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে চাইনিজ তাইপেইকে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। ভারতের হয়ে সোনা জিতলেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচন্দ এবং পারনীত কৌর। এশিয়ান গেমসের দ্বিতীয় সোনা জিতলেন তিরন্দাজেরা।

Advertisement

ফাইনালে দু’দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হল বৃহস্পতিবার। প্রথম সেটে ৫৪-৫৬ পয়েন্টে পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। তবে দ্বিতীয় সেট ৫৮-৫৫ ব্যবধানে জিতে ১ পয়েন্টে এগিয়ে যান জ্যোতিরা। তৃতীয় সেট আবার ৬০-৫৯ ব্যবধানে জিতে নেয় চাইনিজ তাইপেই। ফলে চতুর্থ তথা শেষ সেটের আগে দু’দলের পয়েন্ট হয় ১৭১। শেষ সেট জিততেই হবে এই পরিস্থিতিতে চাপ সামলে দেশকে এ বারের এশিয়ান গেমস থেকে ১৯তম পদক এনে দিলেন মহিলা কম্পাউন্ড তিরন্দাজেরা। শেষ সেট ভারতীয় দল জেতে ৫৯-৫৮ পয়েন্টে। শেষ পর্যন্ত ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে ফাইনাল জিতে সোনা নিশ্চিত করেন জ্যোতিরা। দু’টি সেট হেরেও শেষ হাসি হাসলেন তাঁরা।

তিরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপেও মহিলাদের দলগত কম্পাউন্ডে সোনা জিতেছিলেন জ্যোতি, অদিতি এবং পারনীত। বিশ্ব ক্রমপর্যায় তাঁরাই রয়েছেন শীর্ষ স্থানে। বৃহস্পতিবার ফাইনালের চাইনিজ তাইপের দল বিশ্বক্রমপর্যায়ের তিন নম্বরে রয়েছে। স্বাভাবিক ভাবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা ছিলই। বুধবার কম্পাউন্ড তিরন্দাজির মিক্সড দলগত বিভাগে সোনা জিতেছিল ভারত। সেই দলেও ওজাস দেওতালের সঙ্গে ছিলেন জ্যোতি। ফলে এ বারের গেমস থেকে দ্বিতীয় সোনা জিতলেন জ্যোতি।

এশিয়ান গেমস থেকে ১৯তম সোনা জিতল ভারত। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৮২টি পদক জিতলেন ভারতীয় ক্রীড়াবিদেরা। কম্পাউন্ড তিরন্দাজির পুরুষদের ব্যক্তিগত বিভাগেও সোনা নিশ্চিত ভারতের। কারণ ফাইনালে মুখোমুখে হবেন অভিষেক বর্মা এবং ওজাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement