Virat Kohli

India vs England 2021: রুটদের বিরুদ্ধে জয় উদযাপন করতে কী করলেন বিরাট-অনুস্কা ?

লোকেশ রাহুলের প্রেমিকা বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি ও অনুস্কা দুজনেই লর্ডস টেস্টে জয়ের পর ভারতীয় দলকে নেটমাধ্যমে অভিনন্দন জানিয়েছিলেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২১ ১৩:১২
অনুস্কা-বিরাটের সঙ্গে রেস্তরাঁর শেফ

অনুস্কা-বিরাটের সঙ্গে রেস্তরাঁর শেফ ইনস্টাগ্রাম

ইংরেজদের বিরুদ্ধে লর্ডস টেস্টে জিতেছে ভারত। সেই জয় উদযাপন করতে স্ত্রী অনুস্কা শর্মাকে নিয়ে মধ্যাহ্নভোজে গেলেন বিরাট কোহলী। লন্ডনের এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তারকা দম্পতি।


Advertisement

রেস্তোরাঁর শেফের সঙ্গে ছবি তোলেন বলিউড অভিনেত্রী ও ভারত অধিনায়ক। সেই রেস্তোরাঁর ইনস্টাগ্রামে বিরুস্কা ও শেফের ছবি দিয়ে লেখা হয়, ‘বিরাট ও অনুস্কা মধ্যাহ্নভোজ করতে এসেছিলেন। আমরা গর্বিত।’

লোকেশ রাহুলের প্রেমিকা বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি ও অনুস্কা দুজনেই লর্ডস টেস্টে জয়ের পর ভারতীয় দলকে নেটমাধ্যমে অভিনন্দন জানিয়েছিলেন। অনুস্কা লেখেন, ‘দারুণ জয়, দারুণ একটা দল।’

বিরাটের সঙ্গে ইংল্যান্ড সিরিজে বিলেতে রয়েছেন অনুস্কা ও মেয়ে ভামিকা।

Advertisement
আরও পড়ুন